অপ্রতিদ্বন্দ্বী একজন গোলাম মুস্তাফা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২১, ০১:৩৪ পিএম

অপ্রতিদ্বন্দ্বী একজন গোলাম মুস্তাফা

বেতার, টিভি, মঞ্চ, চলচ্চিত্র— এই চার মাধ্যমেই অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন সব্যসাচী অভিনেতা গোলাম মোস্তফা। বরেণ্য এই অভিনেতার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৩ সালের ২০ ফেব্রুয়ারি তিনি চলে গেছেন দুনিয়ার রঙ্গমঞ্চ ছেড়ে।

গোলাম মুস্তাফা ১৯৩৫ সালের ২ মার্চ বরিশাল জেলার পিরোজপুর মহাকুমায় জন্মগ্রহণ করেন। ঢাকায় আসেন পঞ্চাশের দশকের মধ্য সময়ে। বেতারের অভিনেত্রী হোসনে আরাকে ভালোবেসে ১৯৫৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ব্যক্তিজীবনে তিনি ২ কন্যার জনক। তার জেষ্ঠ্য কন্যা সুবর্ণা মোস্তফা দেশবরেণ্য অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত।

Image result for অভিনেতা গোলাম মোস্তফা

১৯৪৫ খৃষ্টাব্দে বরিশাল অশ্বিনী কুমার টাউন হল মঞ্চে বি.ডি হাবিবুল্লাহ রচিত ‘পল্লীমঙ্গল’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। একই বছর বরিশাল জেলা স্কুলে ‘ফাতেহা ইয়াজ দাহাম’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম রচিত ‘ঐ নাম’ কবিতাটি আবৃত্তি করেন এবং আবৃত্তিকার হিসেবে তিনি দর্শকদের নজর কাড়েন।

গোলাম মুস্তাফা পঞ্চাশের দশকের মধ্য সময়ে ঢাকায় আসেন এবং নাট্যাভিনয় শুরু করেন। তিনি প্রথমে চিত্রজগতে আসেন প্রামাণ্যচিত্র ‘এক একর জমি’তে অভিনয়ের মাধ্যমে। প্রথম অভিনীত সিনেমা এহতেশাম পরিচালিত ‘রাজধানীর বুকে’। তিনি নায়ক, সহনায়ক, খলনায়কসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করেন।

Image result for অভিনেতা গোলাম মোস্তফা

বাংলা ও উর্দু মিলে প্রায় তিনশ চলচ্চিত্রে নায়ক, সহনায়ক, খলনায়ক সহ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপ্রতিদ্বন্দ্বী এই অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্রের মধ্যে রয়েছে, সীমানা পেরিয়ে, তিতাস একটি নদীর নাম, পদ্মা নদীর মাঝি, এমিলের গোয়েন্দা বাহিনী, শুভদা, শ্রাবণ মেঘের দিন, ধীরে বহে মেঘনা, চন্দ্রনাথ, দেবদাস ইত্যাদি। অনেক বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেছেন তিনি।

তবে তিনি অভিনয় জীবনে খলনায়ক হিসেবেই বেশি সফল হয়েছিলেন। ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত ‘হারানো দিন ছবিতে মদ্যপ জমিদারের ভূমিকায় তার অভিনয়ের কথা অনেকের স্মৃতিতে এখনও অমলিন।

Image result for অভিনেতা গোলাম মোস্তফা

গোলাম মুস্তাফা ১৯৮০ সালে এমিলের গোয়েন্দা বাহিনী চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্বচরিত্র অভিনেতা, এবং ১৯৮৬ সালে শুভদা চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০১ সালে একুশে পদক সম্মানে ভুষিত হন। তিনি বাচসাস পুরস্কারও লাভ করেন।

২০০৩ সালে তার মৃত্যুর পর থেকে প্রতিবছর ‘গোলাম মোস্তফা স্মরণ ও একুশের প্রথম প্রহর উদযাপন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।

Link copied!