ডিসেম্বর ২০, ২০২২, ১০:২৫ এএম
আইফোন থেকে স্যাটেলাইটের মাধ্যমে বিপদসঙ্কেত পাঠানোর সুবিধা আরও চার দেশে চালু করেছে অ্যাপল। ‘জরুরি এসওএস’ নামে বিশেষ পরিষেবা চালু করেছে অ্যাপল। যার সাহায্যে ফোনের নেটওয়ার্ক ও ওয়াইফাই নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইটের সাহায্যে জরুরি সঙ্কেত পাঠানো যায়।
এত দিন আমেরিকা ও কানাডায় অ্যাপল গ্রাহকরা এই পরিষেবা পেতেন। এ বার ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডেও আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।
বিপদের সময় আইফোনে এসওএস সুবিধা চালু করে সংকেত পাঠালেই সেগুলো স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন দেশের স্থানীয় উদ্ধারকারী দলের কাছে বিপদবার্তা পাঠিয়ে থাকে। ফলে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা যাবে। এ সুবিধা পর্যায়ক্রমে বিভিন্ন দেশে চালু করা হবে বলেও জানিয়েছে অ্যাপল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাস্কার প্রত্যন্ত এলাকায় আটকে পড়া এক ব্যক্তি আইফোন থেকে স্যাটেলাইটের সংযোগ ব্যবহার করে জরুরি বিপদবার্তা পাঠান। বার্তায় জিপিএসের (গ্লোবাল পজিশনিং সিস্টেম) মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অবস্থানের তথ্য যুক্ত থাকায় দ্রুত স্থানীয় উদ্ধারকারী দল তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
সূত্র: আনন্দবাজার