আগামী ১ জুলাই থেকে গুগল তাদের প্লে স্টোর কমিশন ফি কমাচ্ছে। মার্কেটপ্লেসটিতে বছরজুড়ে যেসব ডেভেলপারের আয় এক মিলিয়ন ডলারের কম হলে তখন পূর্বের নির্ধারিত ৩০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ ফি ধার্য করা হবে। গত বুধবার ঘোষণাটি দিয়েছে প্রযুক্তি জায়ান্ট কোম্পানি গুগল।
গুগল জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের ফলে ৯৯ শতাংশ অ্যান্ড্রয়েড ডেভেলপারের কাছ থেকে যে ফি নেয়া হতো সেটি ৫০ শতাংশ কমে যাবে। এই বেচে যাওয়া ফান্ড দিয়ে ডেভেলপাররা তাদের দক্ষতা উন্নয়ন, আরও প্রকৌশলী নিয়োগ, সার্ভার সক্ষমতা বাড়ানো, বিপণন কর্মী বাড়ানোসহ বিভিন্ন কাজ করতে পারবেন।
যখন কোনো ডেভেলপারের আয় এক মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে তখন নির্ধারিত ৩০ শতাংশ চার্জ কেটে নেবে গুগল। গত বছরের শেষের দিকে অ্যাপলও একই ধরণের ফি কর্তনের ঘোষণা দিয়েছিলো।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল।