২০০৬ সালের ৬ মার্চ টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসের করা একটি টুইট সম্প্রতি এক নিলামে ২৪ কোটিরও বেশি দামে বিক্রি হয়েছে। ১৫ বছর আগে চালু হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার তৈরির পর করা প্রথম টুইট এটি।
মঙ্গলবার (২৩ মার্চ) এবিএস-সিবিএন নিউজের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। বিশ্বের প্রথম টুইটটি নিলামে দাম উঠেছে ২.৯ মিলিয়ন মার্কিন ডলার (২৪ কোটিরও বেশি)। জানা গেছে এই অর্থ একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন জ্যাক। আর টুইটটি কিনেছেন সিনা স্ট্যাভি নামের এক ব্যক্তি। তিনি ব্রিজ ওরাকল নামের একটি কোম্পানির সিইও।
জ্যাক ডোরসে প্রথম টুইটে কী লিখেছিলেন? কেনোই বা এর নিলাম মূল্য এতো টাকা, প্রশ্ন থাকতেই পারে। তিনি লিখেছিলেন, ‘জাস্ট সিটিং আপ মাই টুইটার’।
ভ্যালুঅ্যাবলস নামের এক প্রতিষ্ঠানের মাধ্যমে টুইটটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন জ্যাক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, টুইটটি খুবই মূল্যবান। কেননা এখানে রয়েছে প্রতিষ্ঠাতার স্বাক্ষর।
সূত্র: বিবিসি।