পৃথিবীজুড়ে বয়ে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ঝড়। মাইক্রোসফট, ওপেনএআই, গুগলের মতো প্রতিষ্ঠানগুলোর আধুনিক এআই প্রযুক্তির লড়াইয়ে এগিয়ে গেলেও এর সাথে প্রতিযোগিতায় পারছিল না মেটার মতো বড় প্রতিষ্ঠান। তবে এ বিষয়ে সুখবর জানালেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। সম্প্রতি ফেসবুক, ইন্সটাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও চ্যাটজিপিটি, মিডজার্নির মতো এআই টুল আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
গতকাল (১৬ অক্টোবর) জাকারবার্গ তাঁর ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক রিলসের মাধ্যমে জানান, ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে ছবি সম্পাদনার পাশাপাশি কৃত্রিম ভিডিও তৈরির সুযোগ দিতে নতুন দুটি এআই টুল আনছে এর প্রতিষ্ঠান মেটা।
‘ইমু এডিট’ (Emu Edit) এবং ‘ইমু ভিডিও’ (Emu Video) নামের টুলগুলোর মাধ্যমে এআইয়ের সাহায্যে ছবি সম্পাদনার পাশাপাশি প্রমট বা নির্দেশনা প্রদান করে কৃত্রিম ভিডিও তৈরি করে ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করা যাবে বলে জানিয়েছেন তিনি।
মেটার তথ্যমতে, ‘ইমু এডিট’ টুল ব্যবহার করে যেকোনো ছবির মান উন্নয়নের পাশাপাশি ছবির নানা অংশ পরিবর্তন এমনকি ছবির কিছু অংশ মুছেও ফেলা যাবে। প্রমট বা নির্দেশনা প্রদানের মাধ্যমে নতুন দৃশ্য যোগ করা সহ করা যাবে ছবি ম্যানুপুলেশনও। টুলটির ব্যবহার করতে একটি নির্দিষ্ট বক্সে ছবি সম্পাদনার প্রমট প্রদান করলেই এআই’র মাধ্যমে তা করে দেবে এটি।
‘ইমু ভিডিও’ টুলটির মাধ্যমে ব্যবহারকারীরা এআইয়ের সহায়তায় নতুন উপাদান সংযুক্তির মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন। এমনকি ভিডিওর নানা অংশ ইচ্ছেমতো নির্দেশনা প্রদানের মাধ্যমে পরিবর্তনও করতে পারবেন ব্যবহারকারীরা। ছবির মতো ভিডিওতেও আলাদা প্রমট বক্সে নির্দেশনা প্রদান করলে ভিডিও নিমেষেই সম্পাদনা হয়ে যাবে।
এ ধরনের নতুন ফিচারের সম্পর্কে ব্যবহারকারীরা প্রচুর আগ্রহী হলেও কবে নাগাদ ফেসবুক ও ইনস্টাগ্রামে এ ধরনের ফিচার যুক্ত হতে যাচ্ছে সে সম্পর্কে কিছু জানায়নি মার্ক জাকারবার্গ।