বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দিবে অ্যামাজন

শামস তারেক আজিজ

নভেম্বর ২৬, ২০২৩, ০৪:৫৯ পিএম

বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দিবে অ্যামাজন

নানা শিক্ষা প্ল্যাটফর্মের সাথে সম্মিলিতভাবে কাজ করবে অ্যামাজন। সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির বিপ্লব। বর্তমানকালে প্রায় প্রতিটি কাজের বিকল্প হয়ে উঠছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। স্বাভাবিকভাবেই কর্মক্ষেত্রে এআই, অন্যান্য যেকোনো ক্ষেত্রের তুলনায় বেশি প্রভাব বিস্তার করছে। 

অনেকে ভাবছেন এআই একটা সময় মানুষের স্থলাভিষিক্ত হবে কিন্তু এর বিপরীতে মতামত বিশেষজ্ঞদের। তারা মনে করে থাকেন এআই মানুষের স্থলাভিষিক্ত নয় বরং যারা এই প্রযুক্তির ব্যবহার জানেন না তাদের পরিবর্তে দক্ষ মানুষকে সেই আসনে বসাবে। তাই এই এআই প্রযুক্তিতেই মানুষকে দক্ষ করে তুলতে, বিনামূল্যে এআই প্রযুক্তির উপর প্রশিক্ষণ কার্যক্রম চালু করলো বিশ্বে অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ‘অ্যামাজন’। 

‘এআই রেডি’ নামের এই কোর্সের মাধ্যমে ২০২৫ সাল নাগাদ বিশ্বজুড়ে প্রায় ২০ লাখ মানুষকে এআই বিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ দিতে চায় প্রতিষ্ঠানটি।

অ্যামাজনের এই কর্মসূচিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত ৮০টিরও বেশি কোর্স থাকবে, এর মাঝে বিনামূল্যে ৮টি কোর্স সম্পন্নের সুযোগ থাকছে পেশাজীবী ,তরুণ শিক্ষার্থী থেকে শুরু করে আগ্রহী যেকোন ব্যক্তির জন্য। এরসঙ্গেই থাকছে শিক্ষাবৃত্তির সুযোগ। নানা শিক্ষা প্ল্যাটফর্মের সাথে সম্মিলিতভাবে কাজ করবে অ্যামাজন।

বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সাম্প্রতিক কালে এআই প্রযুক্তি চালাতে দক্ষ কর্মীদের চাহিদা বেড়েছে, এতেই এ ধরনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যামাজন ওয়েব সার্ভিসেসের এক গবেষণায় দেখা যায়, “৭৩ শতাংশ চাকরিদাতা প্রতিষ্ঠান এআইয়ে দক্ষ কর্মী খুঁজছেন। যাঁরা এআইয়ে দক্ষ, তাঁদের বেতন অন্যদের তুলনায় ৪৭ শতাংশ বেশি হয়।”

অ্যামাজন ওয়েব সার্ভিসেসের ডেটা অ্যান্ড এআইয়ের ভাইস প্রেসিডেন্ট স্বামী শিবাসুব্রামানিয়াম বলেন, ‘আমাদের বর্তমান প্রজন্মের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সর্বাধিক পরিবর্তন আনা প্রযুক্তি। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে যদি আমরা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই, তবে এআই নিয়ে শিক্ষাকে সবার জন্য উন্মুক্ত করতে হবে। প্রাথমিক থেকে শুরু করে প্রফেশনাল, সব ধরনের কোর্সই রয়েছে। উদ্যোক্তা থেকে শুরু করে প্রযুক্তিবিদেরা এসব কোর্সে অংশ নিতে পারবেন। অ্যামাজন ওয়েব সার্ভিসেসের মাধ্যমে এআই নিয়ে ৮০টির বেশি কোর্স বিনা মূল্যে এবং কম খরচে করা যাবে।”

বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধলক্ষাধিক শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তি, বিনামূল্যে কোর্স এবং কোড ইভেন্টের জন্য অ্যামাজন ও অ্যামাজন ওয়েব সার্ভিসেস ১ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগে কাজ করছে।

Link copied!