অ্যাপলের নতুন ঘোষণা, আসছে ম্যাকবুক ও আইম্যাক

শামস তারেক আজিজ

অক্টোবর ৩১, ২০২৩, ০৯:২৪ পিএম

অ্যাপলের নতুন ঘোষণা, আসছে ম্যাকবুক ও আইম্যাক

সম্প্রতি ‘স্ক্যারি ফাস্ট’ নামক অনুষ্ঠানে নতুন ম্যাকবুক ল্যাপটপ, আইম্যাক কম্পিউটারসহ শক্তিশালী M3 চিপ আনার ঘোষণা দিয়েছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। প্রযুক্তি প্রেমীদের কাছে ‘অক্টোবর ইভেন্ট’ নামে খ্যাত অনুষ্ঠানটি ভার্চ্যুয়ালি আয়োজন করে অ্যাপল ।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি। এরপরই শিঘ্রই বাজারে আসতে যাওয়া অ্যাপলের নতুন পণ্যের ধারণা তুলে ধরেন তিনি। প্রতিষ্ঠানটির দাবি, M2 চিপের ম্যাকবুকের তুলনায় M3 প্রসেসরের
ম্যাকবুকে ৬০ শতাংশ বেশি গতিতে কাজ করবে।

চলুন দেখে নেওয়া যাক নতুন কী কী আসছে অ্যাপলের পক্ষ থেকে।

নতুন এমথ্রি (M3) চিপ ও আইম্যাক

প্রযুক্তি বিশ্লেষকেরা আগেই ধারণা করছিলেন, অ্যাপলের নতুন প্রজন্মের চিপসেট আসছে। গতকালের অনুষ্ঠানে অ্যাপল ঘোষণা করে, নতুন M3, M3 Pro, M3 Max এই তিন ধরণের চিপসেট যুক্ত করা হয়েছে নতুন ২৪ ইঞ্চি আইম্যাক ও ম্যাকবুক প্রো’তে। প্রতিষ্ঠানটির দাবি, নতুন সংস্করণের চিপ ব্যবহারের ফলে আইম্যাক কম্পিউটারে বর্তমানের তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করা যাবে। সাতটি রঙে পাওয়া যাবে নতুন আইম্যাক।

ম্যাকবুক প্রো ল্যাপটপ

আইম্যাক ছাড়াও ১৪ ও ১৬ ইঞ্চি পর্দার ম্যাকবুক প্রো ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। যাতে ব্যবহার করা হয়েছে M3 Pro ও M3 Max চিপসেট। এর পাশাপাশি থাকছে ১০৮০ পিক্সেলের ক্যামেরা। ল্যাপটপগুলো এক চার্জে টানা ২২ ঘণ্টা
ব্যবহার করা যাবে।

দাম

আট কোরের সিপিইউসহ আইম্যাকের দাম শুরু হবে বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ লক্ষ ৩৩ হাজার টাকা। ১০ কোরের চিপসহ দাম প্রায় ১ লক্ষ ৬৭ হাজার টাকা। এম থ্রি প্রো চিপসহ ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রোর দাম ধরা হয়েছে বাংলাদেশী মুদ্রায় প্রায় ২ লক্ষ ২১ হাজার টাকা। ১৬ ইঞ্চির এম-থ্রি প্রো মডেলের দাম প্রায় ২ লক্ষ ৭৭ হাজার টাকা।

আগামী ৭ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে নতুন ম্যাকবুক প্রো ও আইম্যাক। অনুষ্ঠান গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল পাঁচটায় (বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল ছয়টা) শুরু হয় ।

Link copied!