আবারও বিশাল অংকের জরিমানা হতে পারে অ্যাপলের

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৫:১৭ পিএম

আবারও বিশাল অংকের জরিমানা হতে পারে অ্যাপলের

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ৫৩৯ মিলিয়ন ইউরো জরিমানা করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মার্চের প্রথম সপ্তাহেই এই জরিমানা ঘোষণা করা হতে পারে বলে প্রতিবেদনটিতে জানা যায়। 

অ্যাপল-এর প্রতিযোগীদের তুলনায় নিজস্ব প্ল্যাটফর্ম বেশি ব্যবহার করেছে কিনা এ নিয়ে ইউরোপীয় কমিশনের অ্যান্টি ট্রাস্ট তদন্তের শেষে এ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাপ স্টোরের বাইরে মিউজিক সাবস্ক্রিপশন পরিসেবা ব্যবহার করার জন্য সুলভ বিকল্প সম্পর্কে আইফোন ব্যবহারকারীদের অবহিত করতে অ্যাপল অ্যাপগুলোকে ব্লক করেছে কিনা তা এই তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। এর আগে, ২০১৯ সালে মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাই নিয়ন্ত্রকদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করার পর এই তদন্ত শুরু হয়।

ইইউ জানায় একক বাজারে প্রতিযোগিতায় প্রতিবন্ধকতা আরোপ, আইনের পরিপন্থী। তাই অ্যাপলের পদক্ষেপ অবৈধ।

অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি ইইউ  আদালতে এ বিষয়ে আপিল করবে। প্রতিষ্ঠানটি আরও জানায় “অ্যাপ স্টোর স্পটিফাইকে ইউরোপজুড়ে শীর্ষ মিউজিক স্ট্রিমিং প্রতিষ্ঠান হতে সহায়তা করেছে। আমরা আশা করি ইউরোপীয় কমিশনের  অভিযোগের কোনো ভিত্তি নেই তাই তারা এটি অনুসন্ধান বন্ধ করবে।”

Link copied!