স্মার্টফোন সরবরাহে স্যামসাংকে সরিয়ে শীর্ষস্থানে অ্যাপল

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৪, ১০:০৮ এএম

স্মার্টফোন সরবরাহে স্যামসাংকে সরিয়ে শীর্ষস্থানে অ্যাপল

২০২৩ সালে সবচেয়ে বেশি স্মার্টফোন বাজারজাত করা প্রতিষ্ঠান হিসেবে স্যামসাংকে পেছনে ফেলেছে অ্যাপল। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্য অনুযায়ী, বছরজুড়ে সারা বিশ্বে ২৩ কোটি ৪৬ লাখ স্মার্টফোন বিক্রি করেছে অ্যাপল। অপর দিকে স্যামসাং বিক্রি করেছে ২২ কোটি ৬৬ লাখ স্মার্টফোন।

বিবিসি জানিয়েছে, ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি) এর তথ্য অনুযায়ী, গতবছর বিশ্বব্যাপী এক পঞ্চমাংশের বেশি ফোন সরবরাহ করেছে অ্যাপল। স্যামসাং এর শেয়ার ১৯ দশমিক ৪ শতাংশ।

আইডিসি’র প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিশ্বব্যাপী প্রায় ১ দশমিক ২ বিলিয়ন স্মার্টফোন বিক্রি হয়েছে যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ কম। এটি গত এক দশকের মধ্যে বিক্রি হওয়া ফোনের পরিমাণের মধ্যে সর্বনিম্ন।

আইডিসি বলেছে, অ্যাপল গত বছর ২৩৪ মিলিয়নেরও বেশি ফোন বিক্রি করেছে। এতে করে অ্যাপল প্রথমবারের মত স্যামসাংকে সরিয়ে প্রথম স্থান দখল করেছে। আইডিসি’র গবেষণা পরিচালক নাবিলা পপাল বলেছেন, নিয়ন্ত্রক চ্যালেঞ্জ বৃদ্ধি এবং চীনের সবচেয়ে বড় বাজার হুয়াওয়ের কাছ থেকে প্রতিযোগিতার সম্মুখীন হওয়ার পরও তারা এটি অর্জন করেছে। অ্যাপলের জন্য এটি একটি বিশাল অর্জন হলেও স্যামসাংয়ের জন্য এটি খুবই হতাশাজনক খবর।

আইডিসি’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্মার্টফোনের বাজার একটি অস্থির সময়ে প্রবেশ করছে। অনেক বেশি প্রতিষ্ঠান বাজারে প্রবেশ করায় ক্রেতারা বিভক্ত হয়ে পড়েছেন। তাছাড়া গ্রাহকরা এখন অ্যান্ড্রয়েড ফোনের পরিবর্তে ফোল্ডেবল ফোন এবং এআই ক্ষমতা সম্পন্ন ফোনকে বেশি অগ্রাধিকার দিচ্ছে।

Link copied!