অ্যাপেলের নতুন ইভেন্ট: আসতে পারে যেসব প্রযুক্তি পণ্য

শামস তারেক আজিজ

অক্টোবর ২৮, ২০২৩, ০৩:৪৩ এএম

অ্যাপেলের নতুন ইভেন্ট: আসতে পারে যেসব প্রযুক্তি পণ্য

সেপ্টেম্বরের পর চলতি সপ্তাহেই নতুন ইভেন্টে চমক নিয়ে আসছে বৈশ্বিক টেক জায়ান্ট ‘অ্যাপেল’। আগামী সোমবার (৩০ অক্টোবর) ‘স্ক্যারি ফাস্ট’ নামক এক অনুষ্ঠানের আয়োজন করছে প্রতিষ্ঠানটি, আসতে যাচ্ছে নতুন সব প্রযুক্তি পণ্য প্রযুক্তি প্রেমিদের কাছে। 

‘অক্টোবর ইভেন্ট’ নামে পরিচিত অনুষ্ঠানটিতে কী ধরণের পণ্য উন্মোচন হতে পারে সে বিষয়ে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিশ্লেষক ও নেটিজেনেরা ধারণা করছেন,আসতে পারে একাধিক মডেলের ম্যাকবুক ল্যাপটপ, নতুন এম৩ (M3) চিপসেট। পাশাপাশি থাকতে পারে নতুন পণ্যের ঘোষণা।

হ্যালুইন উৎসবকে সামনে রেখে অনুষ্ঠানটির নামকরণ ও ভুতুরে থিমে সাজানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সময়ানুসারে ৩০ অক্টোবর বিকাল পাঁচটা এবং বাংলাদেশের সময়ানুসারে ৩১ অক্টোবর, ভোর ৬টায় শুরু হবে অনুষ্ঠানটি।  

 

বাংলাদেশ থেকে সরাসরি দেখবেন যেভাবে

‘স্ক্যারি ফাস্ট’ অনলাইনে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করবে অ্যাপেল। এছাড়াও অ্যাপেলের ইউটিউবে চ্যানেলে সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি। 

Link copied!