এক্সে এক ভিডিওতে প্রায় ৩ কোটি টাকা আয়!

শামস তারেক আজিজ

জানুয়ারি ২৬, ২০২৪, ০২:২৫ পিএম

এক্সে এক ভিডিওতে প্রায় ৩ কোটি টাকা আয়!

বার্তা ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে বহুল পরিচিত এক্স (সাবেক টুইটার)। গত বছর টুইটারকে বিশাল অঙ্কের টাকায় কিনেন ইলন মাস্ক। এরপর থেকেই এটিকে একটি ‘এভরিথিং’ অ্যাপে পরিনত করতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তিনি। আর তাই পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির নাম বদলে রাখেন ‘এক্স’। ব্যবহারকারীদের সংখ্যা বাড়াতে হরহামেশাই নানা ধরণের পরিবর্তন গ্রহণ করতে দেখা যায় তাঁকে। সবশেষ গত বছরে প্লাটফর্মটিতে পোস্ট করা ভিডিও থেকে আয় করার সূযোগ করে দেন তিনি।

সম্প্রতিকালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের এই মাধ্যমে তাদের ভিডিও প্রকাশ করতে উৎসাহ প্রদান করতে দেখা যায় তাকে। এই ফিচারটি পরীক্ষা করতে গত সপ্তাহে প্রথম এক্স’এ ভিডিও পোস্ট করেন ইউটিউবের রাজা হিসেবে পরিচিত ‘মিস্টারবিস্ট’। আর সেই ভিডিও থেকেই মাত্র এক সপ্তাহে ২ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার আয় করে রীতিমতো চমকে গিয়েছেন তিনিও। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ কোটি ৮৬ লক্ষ টাকা।

ভিডিওটি এক সপ্তাহে প্রায় ১৫ কোটি বার দেখা হয়েছে এবং আয়ের বিষয়টি এক্সের নিজস্ব অ্যাকাউন্টে জানিয়েছেন মিস্টারবিস্ট ওরফে জিমি ডোনাল্ডসন। তবে এ ঘটনাকে এক্স প্ল্যাটফর্মের জন্যও গুরুত্বপূর্ণ প্রচারণা বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। যা মাধ্যমটির জনপ্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করবে।

একই ভিডিও মিস্টারবিস্ট তার ইউটিউব চ্যানেলেও প্রকাশ করেন। তবে এই ভিডিও ইউটিউবে আপলোড করার পর চার মাসে মাত্র ২১ কোটি ৭৩ লক্ষ বার দেখা হয়েছে।

এছাড়া সম্প্রতি ইউটিউবে আপলোড করা আরেক ভিডিও পাঁচ দিনে ১ লাখ ৬৭ হাজার ডলার আয় করেন তিনি। ভিডিওটির ভিউ হয় ৯ লাখ ৯০ হাজার। অর্থাৎ এক্স প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে কঠোর প্রতিযোগিতা করতে পারবে বলে মনে করা হচ্ছে ।

তবে এক্সের এই সফলতার সঙ্গে কিছু সমস্যার কথাও তুলে ধরেন মিস্টারবিস্ট। তিনি বলেন, এটি কিছুটা বিভ্রান্তিকর। দুটি কারণে এমনটি ঘটেছে বলে তিনি মনে করেন। একদিকে মিস্টারবিস্ট হিসেবে তাঁর জনপ্রিয়তা ও অন্যদিকে এই প্ল্যাটফর্মে প্রথমবার ভিডিওটি আপলোড করা হয়। দুটি বিষয় মিলে এটি ব্যাপক মানুষের নজর কাড়ে। ভিডিওটিতে বিজ্ঞাপনদাতারা হুমড়ি খেয়ে বিজ্ঞাপন দিয়েছেন। এর ফলে তার অ্যাকাউন্ট বেশি রেটিং পেয়েছে।

অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর মতো এত বেশি আয় করবে না বলে মনে করেন ডোনাল্ডসন। তিনি বলেন, ‘আমার ভিডিও বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করবে বলে বিজ্ঞাপনদাতারা এতে বিজ্ঞাপন দেয়। তাই আমার ভিডিওতে আয়ও বেশি যা আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে।’

উল্লেখ্য, বিজ্ঞাপনী আয়ের অংশ থেকে কনটেন্ট নির্মাতাদের অর্থ দিয়ে থাকে এক্স। ‘ক্রিয়েটর অ্যাডস রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম’ সুবিধার আওতায় যেসব নির্মাতার কনটেন্টে বিজ্ঞাপন দেখানো হয়, তাঁদের আয়ের নির্দিষ্ট অংশ দিয়ে থাকে খুঁদে ব্লগ লেখার সাইটটি। তবে বিজ্ঞাপনী আয়ের অর্থ পাওয়ার জন্য কনটেন্ট নির্মাতাদের অ্যাকাউন্টে থাকা বিভিন্ন পোস্টে ৫০ লাখ ভিউ থাকতে হয়।

Link copied!