লোহার খাঁচায় লড়বেন ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গ

শামস তারেক আজিজ

আগস্ট ১৪, ২০২৩, ০৭:০৩ পিএম

লোহার খাঁচায় লড়বেন ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গ

এবার বানিজ্যিক যুদ্ধ নয় বরং সত্যিকারের লোহার খাঁচার যুদ্ধে মুখোমুখি হতে যাচ্ছেন টুইটারের মালিক ইলন মাস্ক ও মেটার সিইও মার্ক জাকারবার্গ। প্রথম থেকে বিষয়টিকে সবাই রসিকতা ভেবে উড়িয়ে দিলেও বাস্তবে এ যুদ্ধ আয়োজনে আগ্রহী ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গ। দুজনই টুইটে ও থ্রেডে দিয়েছেন এসম্পর্কিত একাধিক তথ্য।

গত জুনে টুইটারের প্রতিদ্বন্দী হিসেবে মেটা তাদের ‘থ্রেডস’ নামক সামাজিক যোগাযোগ মাধ্যমটি চালু করার পর থেকেই একে সহজেই মেনে নিতে পারছেন না টুইটারের মালিক ইলন মাস্ক। মেটা, থ্রেডস আনার কথা জানানোর পর থেকেই রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন তিনি। আর এ নিয়ে ৩৯ বছর বয়সী জাকারবার্গের সঙ্গে সশরীরে লড়াইয়ের প্রস্তাবও দিয়ে ফেলেন ৫২ বছর বয়সী ইলন। সেই টুইটের প্রতিউত্তর দিয়ে জাকারবার্গও এ নিয়ে আগ্রহ প্রকাশ করেন যাতে সকলের প্রশ্ন এখন, কবে হতে যাচ্ছে এ লড়াই? 

প্রায় একমাস ধরে এ নিয়ে কথা চললেও গত শুক্রবার একটি থ্রেডে মার্ক জাকারবার্গ বলেন, “আমি এই খেলাটিকে ভালোবাসি এবং এলন আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর থেকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি”। এর আগে ইলনের টুইটের একটি ছবি জুড়ে তিনি জানান, “আমি আজ প্রস্তুত আছি এবং আমাকে চ্যলেঞ্জ করার পর থেকেই আমি ২৬ আগস্ট তারিখটিতে আয়োজন করার পরামর্শ দিয়েছি, যদিও সে এব্যাপারে এখনো কিছু জানায়নি”। উভয়েই নিজেদের প্ল্যাটফর্মে এ লড়াইয়ের সরাসরি সম্প্রচারের আগ্রহ প্রকাশ করেছেন।

ইলন মাস্ক লড়াইটি ইটালিতে আয়োজনের কথা ভাবছেন। এসম্পর্কে একটি টুইটে তিনি জানান, এটি ইউএফসি নয় বরং আয়োজন হতে পারে তার এবং জাকারর্বার্গের ফাউন্ডেশনের দ্বারা, তিনি ইতিমধ্যেই স্থান নির্ধারন সম্পর্কে ইটালির প্রধানমন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সাথে কথা বলেছেন। এ নিয়ে তিনি আরো জানান এ থেকে প্রাপ্ত অর্থ  প্রবীণ নাগরিকদের কল্যাণে এবং সমাজসেবায় ব্যয় করবেন তারা। গত দুদিনে তারা নিজেদের প্রস্তুতির ছবি স্ব-স্ব প্ল্যাটফর্ম থেকে পোস্ট করেন।

সবকিছু ঠিক থাকলে তাহলে তবে এ মাসের ২৬ তারিখই লোহার খাঁচায় মুখোমুখি হতে দেখা যেতে পারে বিশ্বের শীর্ষ ধনী তালিকায় থাকা এ দুজনকে।

Link copied!