জুয়ার প্রচারণা: মেটাকে মোটা অংকের জরিমানা করেছে ইতালি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৩, ০৮:৩৪ পিএম

জুয়ার প্রচারণা: মেটাকে মোটা অংকের জরিমানা করেছে ইতালি

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার বিজ্ঞাপন প্রচারের কারণে ফেসবুক-হোয়াটসঅ্যাপের প্যারেন্ট প্রতিষ্ঠান মেটাকে প্রায় ৬৪ লক্ষ মার্কিন ডলার জরিমানা করেছে ইতালি। 

শুক্রবার এই মোটা অঙ্কের জরিমানা ঘোষণা করে ইতালির টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে, ২০১৮ সাল থেকে ইতালিতে জুয়ার বিজ্ঞাপন নিষিদ্ধ যা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল গণমাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে। 

এ বিষয়ে ইতালির টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, মেটা প্ল্যাটফর্মস আয়ারল্যান্ড লিমিটেডের ওপর জরিমানা আরোপিত হয়েছে। তদন্তে জুয়ার প্রচারণামূলক কনটেন্ট ও বিজ্ঞাপন পাওয়া গেছে। এগুলোতে সরাসরি জুয়া সম্পর্কিত আধেয় রয়েছে। এর মাঝে ১৮টি (৫টি ইনস্টাগ্রামে এবং ১৩টি ফেসবুকের) প্রোফাইল বা অ্যাকাউন্টে এ ধরনের বিজ্ঞাপনের সন্ধান পাওয়া গেছে।    

এ ধরণের আইন লঙ্ঘনের কারণে পূর্বে ইউটিউব এবং টুইটারের মতো সামাজিক যোগাযোগ প্লাটফর্মকে শাস্তির আওতায় এনেছে ইতালির টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

এর আগেও ইউরোপে অসংখ্যবার মেটাকে জরিমানা করা হয় যার বেশিরভাগই ছিল ডেটা নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে।

Link copied!