স্মার্টফোনের প্রচলিত ধারণাকে বদলে দিতে আসছে গুগল পিক্সেল ৮

শামস তারেক আজিজ

অক্টোবর ৪, ২০২৩, ০৩:৫৫ এএম

আর মাত্র একদিনের অপেক্ষা তারপরই গুগল বাজারে আনতে যাচ্ছে তাদের নতুন স্মার্টফোন ‘গুগল পিক্সেল ৮ ও ৮ প্রো’।

প্রতিষ্ঠানটি দাবি করছে, এআই প্রযুক্তি ফোনটিকে আরও উপকারী করে তুলেছে। তাইতো এ নিয়ে সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে প্রযুক্তি বিশ্লেষক, সকলের মাঝেও ব্যাপক আগ্রহের সঞ্চার ঘটেছে।

পূর্বের ঘোষণা অনুসারে, আগামীকাল (৪ অক্টোবর) ফোন দুটি বাজারে নিয়ে আসতে যাচ্ছে গুগল। যাতে তারা ব্যবহার করেছে বর্তমানের সময়কার সেরা সব প্রযুক্তি। থার্মোসেন্সর, নতুন চিপসেট , এআই ছবি এডিটসহ থাকছে এন্ড্রয়েডের নতুন অপারেটিং সিস্টেম।

আনুষ্ঠানিক উন্মোচনের আগেই গুগলের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে জানা যায়, এ বছর পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো বাজারে আনছে প্রতিষ্ঠানটি। ফোনগুলোতে তোলা ছবির মান উন্নয়ন ও এডিটের জন্য, ব্যবহার করা হবে এআই প্রযুক্তি। চিপসেট হিসেবে ব্যবহার করা হতে পারে গুগলের নিজস্ব তৃতীয় প্রজন্মের ‘জি-৩’ টেন্সর প্রসেসর।

নেটদুনিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, ৫ থেকে ৭ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম ও সিকিউরিটি প্যাচ আপডেট দেয়ার কথা ভাবছে গুগল। এর সাথেই এন্ড্রয়েডের নতুন অপারেটিং সিস্টেম ‘এন্ড্রয়েড ১৪ থাকছে এই ফোন দুটিতে।

অন্যফোন থেকে নতুন এই ফোনে ম্যাসেজ, ছবি, কন্ট্যাক্ট সহ অন্যান্য ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পূর্বের মডেলগুলোর থেকে আরও উন্নত ডিসপ্লে থাকতে পারে এই ফোনগুলোতে। ৩০ ওয়াট পর্যন্ত চার্জিং ব্যবস্থা থাকছে এতে। যদিও কাল পর্যন্ত অপেক্ষা করতে আরও নতুন কী চমক থাকছে তা নিশ্চিতভাবে জানার জন্যে।

২০১৬ সাল থেকে গুগল তাদের ফ্ল্যাগশিপ পিক্সেল স্মার্টফোন বাজারে আনছে। গুগল পিক্সেল ১ এর মাধ্যমেই প্রথম কোনো ফোনে ‘গুগল এসিস্ট্যান্ট’ পরিচয় করিয়ে রীতিমতো ব্যবহারকারীদের মাঝে তোলপাড় সৃষ্টি করেছিল। পরবর্তী বছরগুলোতে পিক্সেল সিরিজে যুক্ত হয়েছে নানা পরিবর্তন। 

গতবছরের পিক্সেল ৭ প্রো-এর ক্যামেরা ব্যবহারকারীদের আশ্চর্য করেছিল। পিক্সেল ৭ ও ৭প্রো ব্যবহারকারীদের জন্য সর্বপ্রথমে এন্ড্রয়েডের আপডেট, ফ্রি ভিপিএনসহ বিভিন্ন সুবিধা দিয়েছিল গুগল। আনলিমিটেড স্টোরেজ ফিচারই মূলত প্রথমে পিক্সেলের স্মার্টফোনগুলোকে জনপ্রিয় করে তুলেছিল যদিও পিক্সেল ৬ এর পর থেকে এ সুবিধা বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।

Link copied!