সাধ্যের কতটা বাইরে আইফোন ১৫ প্রো ম্যাক্স?

শামস তারেক আজিজ

সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১০:২৬ পিএম

সাধ্যের কতটা বাইরে আইফোন ১৫ প্রো ম্যাক্স?

সংগৃহীত ছবি

সম্প্রতি টেক জায়ান্ট অ্যাপল তাদের নতুন আইফোন ১৫ সিরিজ বাজারে নিয়ে এসেছে। যাতে থাকছে ৪টি ভ্যারিয়েন্ট। আইফোন ১৫, ১৫ প্লাস, ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্স। ফোনগুলো বাজারে আসছে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। ফোনগুলোর বেজ ভ্যারিয়েন্ট দাম নির্ধারণ করা হয়েছে ৭৯৯ থেকে ১১৯৯ মার্কিন ডলার। যা উন্নত বিশ্বের দেশগুলোর নাগরিকদের জন্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও ৩য় বিশ্বের দেশগুলোর ক্ষেত্রে ক্ষানিকটা আকাশচুম্বী স্বপ্নের মত। চলুন দেখে নেওয়া যাক বিশ্বের বিভিন্ন দেশের কর পরবর্তী গড় মাসিক বেতনের কত শতাংশ হবে আইফোন ১৫ প্রো ম্যাক্স ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম। 

যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম শুরু হয় ১১৯৯ মার্কিন ডলার থেকে । নাম্বিও’র (NUMBEO) গড় মাসিক বেতন পরিসংখ্যান অনুসারে সর্বোচ্চ স্থানে রয়েছে সুইজাল্যান্ড। ফোনটির দাম সে দেশের মাসিক গড় বেতনের ১৯.৩৮ শতাংশ। এ তালিকায় সর্বশেষ অবস্থানে থাকা দেশটি হলো সিরিয়া। দেশটির গড় মাসিক বেতনের প্রায় ২৫৮৮ শতাংশ।  অর্থাৎ দেশটির একজন সাধারণ ব্যাক্তির প্রায় ২৬ মাসের বেতনের সমান এই ফোনটির দাম। 

বাংলাদেশের মানুষের মাসিক গড় বেতনের হিসেবে এর দাম ৪৯২.১২ শতাংশ। অর্থাৎ একজন ব্যাক্তি টানা ৫ মাস কাজ করে যে বেতন পাবে তা দিয়ে কিনতে পারবে ফোনটি। আমাদের প্রতিবেশী দেশগুলোর গড় মাসিক বেতন অনুযায়ী, ভারতের ১৯৬ শতাংশ। পাকিস্তানের ৭৬১ শতাংশ,  অর্থনৈতিক মন্দায় থাকা শ্রীলঙ্কায় এটি ৬৪৮ শতাংশ। এবং নেপালে তা ৫৪৩ শতাংশ। 

উন্নত বিশ্বের দেশগুলোর সাথে তুলনা করলে যদিও ভিন্ন চিত্র দেখা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের গড় বেতনে ২৫.৫ শতাংশ , সিঙ্গাপুরে ২৪.২৯ শতাংশ ও যুক্তরাজ্যে ৪১.৩২ শতাংশ এটি।   

Link copied!