এক ঘণ্টা ফেসবুক বন্ধে কত ক্ষতি হলো জাকারবার্গের

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৬, ২০২৪, ১২:৩৩ পিএম

এক ঘণ্টা  ফেসবুক বন্ধে কত ক্ষতি হলো জাকারবার্গের

সংগৃহীত ছবি

বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশের ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড ও মেসেঞ্জার ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বুধবার (৬ মার্চ) রাতে হঠাৎ লগ-আউট হয়ে যায়। এতে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েন। বেশির ভাগ ব্যবহারকারী ভয় পেয়ে যান এই ভেবে যে তাদের আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছে।

তবে সব আশঙ্কা দূর করে রাত সাড়ে ১০টার দিকে ফের সচল হয় ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড ও মেসেঞ্জার।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বিশ্বব্যাপী ফেসবুক-ইনস্টাগ্রাম-থ্রেড-মেসেঞ্জার ১ ঘণ্টা বন্ধ থাকায় মেটার শেয়ারের দামও ১.৫ শতাংশ কমে গেছে। একই সঙ্গে এর কারণে মার্ক জাকারবার্গ প্রায় ১০০ মিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছেন।

সাইবার নিরাপত্তা বিশ্লেষক জেনিফার আলম বলেন, সারা বিশ্বে এই সমস্যা হচ্ছিল। অ্যাকাউন্ট লগ-আউট হয়ে যাওয়া, দ্বিস্তরের যাচাই পদ্ধতি (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) কাজ করছে না ইত্যাদি সমস্যা দেখা যাচ্ছে।

এ অবস্থায় ব্যবহারকারীদের কিছু বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা ফেসবুক ব্যবহারকারীদের কিছু কাজ করতে নিষেধ করেন।

তারা বলছেন, এখন ফেসবুক পেজে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক না করা। ফেসবুক অ্যাপ আনইন্সটল করা যাবে না। এছাড়া বারবার টু-ফ্যাক্টর অথেনটিকেশনের কোড না দেয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি অ্যাপের ডেটা ক্লিয়ার না করার পরামর্শ দিয়েছেন।

Link copied!