এবার আইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচার

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৩, ০২:৫১ পিএম

এবার আইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচার

ছবি: সংগৃহীত

অ্যাপল এবার চুরি যাওয়া আইফোন ট্র্যাক করতে এবং তথ্যের সুরক্ষা দিতে নতুন ফিচার নিয়ে আসছে । আইফোন থেকে চোরদের দূরে রাখতেই নতুন সুরক্ষা ফিচার চালু করতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল।

আইফোনে থাকা বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া থেকে অপরাধীদের দূরে রাখতে নতুন ফিচারটিতে যোগ করা হয়েছে বাড়তি একটি ধাপ যা নিরাপত্তার অতিরিক্ত স্তর হিসেবে কাজ করবে।

আইফোন ব্যবহারকারীরা বর্তমানে কেবল একটি পাসকোড ব্যবহার করে ফোনে থাকা অত্যন্ত সংবেদনশীল তথ্য দেখতে পারেন বা ফোনের সেটিংসে আনতে পারেন ব্যাপক পরিবর্তন ।

এই ফিচারে আইডি পরিবর্তনের জন্য ব্যবহারকারীর ফেসআইডি ও আঙুলের ছাপ বাধ্যতামূলক। তাই ফোনের পাসকোড অন্য কেউ জানলেও অ্যাপল আইডি থাকবে সুরক্ষিত । সেসাথে ডিভাইসের বিভিন্ন অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে রাখা যাবে।

অ্যাপলের তথ্যমতে, আইওএস-১৭.৩ সংস্করণেই ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ সুবিধা যুক্ত করা হবে। এ সুবিধা চালু হলে আইফোন চুরির পর পাসকোড জানা থাকলেও ব্যবহারকারীদের ফেসআইডি ও আঙুলের ছাপ ছাড়া অ্যাপল আইডি পরিবর্তন করা যাবে না। শুধু তা–ই নয়, চুরি যাওয়া আইফোনের পাসকোড পরিবর্তন বা ‘ফাইন্ড মাই আইফোন’ নিরাপত্তাসুবিধা বন্ধের সুযোগও মিলবে না। এর ফলে আইফোনের মালিক দ্রুত চুরি যাওয়া আইফোনের অবস্থান শনাক্ত করার পাশাপাশি নিজেদের বিভিন্ন অ্যাকাউন্ট সাময়িকভাবে অকার্যকর করতে পারবেন। বর্তমানে ফিচারটি আইওএস ১৭.৩ বেটা ভার্সনে পাওয়া যাচ্ছে।

আইফোনে ফিচারটি ব্যবহারের জন্য আইফোনে আইওএস ১৭.৩ বেটা সংস্করণটি ইনস্টল করতে হবে।

১. আইফোনের সেটিংস অ্যাপ চালু করুন। 
২. নিচের দিকে স্ক্রল করুন এবং ফেস আইডি ও পাসকোড (বা টাচ আইডি ও পাসকোড) অপশনে ট্যাপ করুন। 
৩. স্টোলেন ডিভাইস প্রোটেকশন ফিচারটি ট্যাপ করে অন বা চালু করুন।

ফিচারটি চালু হওয়ার পর অনেক সময় ফেসআইডি বা টাচ আইডি ঠিকমতো কাজ না করলেও ফোনের টেক্সট, কল ও অন্যান্য ফিচার ব্যবহার করতে পারবে গ্রাহকেরা। তবে অ্যাপল আইডি পাসওয়ার্ড, পাসকোড, ফেসআইডি বা টাচ আইডির মতো সংবেদনশীল সেটিংস পরিবর্তন করতে পারবে না।

ফিচারটি চালু থাকলে পাবলিক স্থানে ফোন ব্যবহারে যেসব সতর্কতা অবলম্বর করতে পারেন—

১. ফোন নম্বর বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি নেওয়ার জন্য নিজের ফোনটি অপরিচিত মানুষের হাতে দেওয়া ঠিক হবে না। 
২. পাবলিক জায়গায় পাসকোড ব্যবহার করা হতে বিরত থাকুন, এর পরিবর্তে ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করুন। 
৩. আইফোন ব্যবহার না করলে পকেট বা ব্যাগে রাখুন। 
৪. পাবলিক ওয়াইফাই ব্যবহার করা থেকে বিরত থাকুন। 
৫. পাবলিক ফোনের চার্জার ব্যবহার না করাই ভালো। 

Link copied!