বাইন্যান্সসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি অ্যাপ বন্ধ করেছে ভারত

শামস তারেক আজিজ

জানুয়ারি ১৪, ২০২৪, ০৩:২৫ পিএম

বাইন্যান্সসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি অ্যাপ বন্ধ করেছে ভারত

ভারতের গুগল প্লে স্টোর থেকে হঠাৎ বাইন্যান্স, ক্র্যাকেন, ওকেএক্স সহ নানা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল। গতকাল (শনিবার) দেশটির প্লে স্টোর থেকে এ জাতীয় অ্যাপগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার বাজারে অবৈধভাবে পরিচালনার জন্য এই বিশ্বব্যাপী ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো চিহ্নিত হয়েছিলো। আর এর দুই সপ্তাহ পরেই এসেছে নিষেধাজ্ঞা।

ভারতের সরকারি আর্থিক লেনদেন যাচাই-বাছাইকরণ সংস্থা, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ) গত ২৮ ডিসেম্বর নয়টি ক্রিপ্টো এক্সচেঞ্জ অ্যাপকে ভারতের অ্যান্টি-মানি লন্ডারিং আইন মেনে না চলার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করে।

অ্যাপল তাদের ভারতের অ্যাপস্টোর থেকে চলতি সপ্তাহের শুরুতেই অ্যাপগুলি সরিয়ে নিয়েছে এমনকি দেশটির বিভিন্ন টেলিকম নেটওয়ার্ক এবং ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীরা বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ক্রিপ্টো এক্সচেঞ্জ ওয়েবসাইটগুলো ব্লক করতে শুরু করে। যাতে ভারতে অবস্থান করা কোন ব্যাক্তি এসব অ্যাপের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না।

এফআইইউ ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে ভারতের নয়টি পরিষেবার ওয়েবসাইট ব্লক করতে নির্দেশনা প্রদান করে। এই নিষেধাজ্ঞার আওতায় আসা ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো হলো: বাইন্যান্স (Binance), হুওবি (Huobi), গেট ডট আইও (Gate.io), বিটরেক্স (Bittrex), বিটফিনেক্স (Bitfinex) , বিটস্ট্যাম্প(Bitstamp), ওকেএক্স (OKX)

এ বিষয়ে বাইন্যন্সের পক্ষ থেকে জানানো হয়, "এই নিষেধাজ্ঞায় অ্যাপ ইতিমধ্যে যাদের ফোনে ইনস্টল করা আছে  তাদের প্রভাবিত করবে না। বাইন্যান্স ভারতের স্থানীয় বিধিবিধান এবং আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের সুরক্ষা এবং একটি আদর্শ ওয়েব 3 শিল্পের বিকাশ নিশ্চিত করতে নিয়ন্ত্রকদের সাথে সক্রিয় যোগাযোগ বজায় রাখবে।

প্রসঙ্গত, গত কিছু বছরে এধরণের বৈদেশিক ক্রিপ্টোকারন্সি অ্যাপে বিপুল পরিমানে ভারতীয়রা যুক্ত হয়েছেন। যদিও ভারত ঐতিহাসিকভাবে ক্রিপ্টোকারেন্সি  এবং এধরণের ট্রেডিং প্লাটফর্ম গুলোর বিপক্ষে  কঠোর অবস্থান নিয়ে এসেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) প্রায় পাঁচ বছর আগে দেশটিতে ক্রিপ্টোকারেন্সির উপর নিষেধাজ্ঞা জারি করে। যদিও নিষেধাজ্ঞাটি শেষ পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল হয়, ভারতের কেন্দ্রীয় ব্যাংক সেসময় থেকেই ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করতে তাদের অবস্থান অটল।

সূত্রঃ টেকক্রাঞ্চ

Link copied!