ফ্রান্সের পর আরও তিন দেশে নিষিদ্ধ হতে পারে আইফোন ১২

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৮:৩৪ পিএম

ফ্রান্সের পর আরও তিন দেশে নিষিদ্ধ হতে পারে আইফোন ১২

ছবি: সংগৃহীত

ফ্রান্সে অ্যাপলের আইফোন ১২ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রক সংস্থা এএনএফআর। এ ঘটনার পর একই পথে হাঁটছে জার্মানি, বেলজিয়াম ও স্পেন। জানা গেছে, বিদ্যুৎ-চৌম্বকীয় বিকিরণের (ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন) মাত্রা বেশি থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো।

ফ্রান্সের পদক্ষেপের পরে ইউরোপের অন্য দেশগুলোও নড়েচড়ে বসেছে। জার্মানির সরকারি সংস্থা বিনেটসএ জানিয়েছে, তারাও একই প্রক্রিয়া অনুসরণ করবে। এ বিষয়ে ফ্রান্সের সংস্থার সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলেও বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে দেশটির ফেডারেল নেটওয়ার্ক এজেন্সি।

এদিকে, বেলজিয়ামের ডিজিটাল অর্থনীতি বিষয়ক প্রতিমন্ত্রী ম্যাথিউ মিশেল জানিয়েছেন, আইফোন-১২ এর স্বাস্থ্যঝুঁকি পরীক্ষা করে দেখার তিনি দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে নির্দেশ দিবেন। তিনি বলেন, “আমাদের নাগরিকদের নিরাপদ রাখা আমার কর্তব্য।”

এদিকে ফ্রান্সের পদক্ষেপের পর বুধবার নিজেদের অবস্থান জানিয়েছে অ্যাপল। আইফোনের নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, একাধিক আন্তর্জাতিক সংস্থার সনদ পাওয়ার পরই তারা ২০২০ সালে আইফোন ১২ বাজারে ছেড়েছে। ফ্রান্সের সংস্থার কাছেও তারা তৃতীয় পক্ষকে দিয়ে করানো পরীক্ষার প্রতিবেদন সরবরাহ করেছে। 

Link copied!