আইফোন ১৫ প্রো ম্যাক্স বনাম স্যামসাং এস ২৩ আল্ট্রা

শামস তারেক আজিজ

সেপ্টেম্বর ২৮, ২০২৩, ০২:৫৮ এএম

আইফোন ১৫ প্রো ম্যাক্স বনাম স্যামসাং এস ২৩ আল্ট্রা

সংগৃহীত ছবি

প্রতিবছর সেপ্টেম্বর মাসে অ্যাপল তাদের আইফোনের নতুন সিরিজ বাজারে নিয়ে আসে। আর এর সাথে সাথেই নেটদুনিয়ায় ফিরে আসে পুরোনো বিতর্ক, আইফোন ও এন্ড্রয়েডের মধ্যে কোনটি সেরা। এন্ড্রয়েড ব্যবহারকারীরা স্যামসাংয়ের এস সিরিজকে আইফোনের নতুন সিরিজের সাথে তুলনা করে থাকেন। 

সম্প্রতি আইফোন ১৫ প্রো ম্যাক্স বাজারে আসার পর থেকে নেটিজেন ও টেক ইউটিউবারেরা স্যামসাং এস ২৩ আল্ট্রার সাথে এটিকে তুলনা করছেন। চলুন দেখে নেওয়া যাক প্রযুক্তির এ দৌড়ে এগিয়ে থাকছে কোনটি?

এ বছরের ফেব্রুয়ারিতে স্যামসাং তাদের এস ২৩ আল্ট্রা বাজারে নিয়ে আসে যাতে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অত্যাধুনিক সব প্রযুক্তি। এর ৭ মাস পর বাজারে আসা আইফোন ১৫ প্রো ম্যাক্সেও ব্যবহার করা হয়েছে অ্যাপলের অত্যাধুনিক সব প্রযুক্তি। আইফোন ১৫ সিরিজে এই প্রথম ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট যেখানে অনেক বছর আগে থেকেই স্যামসাংসহ অন্যান্য এন্ড্রয়েড ফোন এ  ধরনের চার্জিং পোর্ট ব্যবহার করে আসছে।

ক্যামেরা

ফোন দুটির ক্যামেরার দিকে তুলনা করলে দেখা যাবে, স্যামসাং এস২৩ আল্ট্রায় ব্যবহায় করা হয়েছে ২০০ মেগা পিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সর পাশাপাশি ১০এক্স অপটিক্যাল জুম আছে এতে।  অপরদিকে আইফোন ১৫ প্রো ম্যাক্সে ব্যবহৃত হয়েছে ৪৮ মেগা পিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সর। পাশাপাশি প্রথম বারের মতো ৫ এক্স পর্যন্ত জুম করার সুবিধা দেওয়া হয়েছে এটিতে। উভয় ফোনেই আছে ১২ মেগা পিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা।

চিপসেট

চিপসেট হিসেবে আইফোন ১৫ প্রো ম্যাক্সে ব্যাবহৃত হয়েছে ৩ ন্যানোমিটার প্রযুক্তির অত্যাধুনিক এ-১৭ বায়োনিক প্রসেসর। স্যামসাং এস ২৩ আল্ট্রায় ব্যাবহার হয়েছে ৪ ন্যানোমিটার প্রযুক্তির কোয়ালকল স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর।

ব্যাটারি ও চার্জিং স্পিড

ব্যাটারির দিক দিয়ে এগিয়ে আছে স্যামসাং এস ২৩ আল্ট্রা, এতে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। পূর্বের মডেলগুলোর থেকে বড়, ৪৪২১ এমএএইচ এর ব্যাটারি ব্যবহার হয়েছে আইফোন ১৫ প্রো ম্যাক্সে। সর্বোচ্চ ৪৫ ওয়াটে চার্জ হবে এস২৩ আল্ট্রা। অপরদিকে আইফোন ১৫ প্রো ম্যাক্সে ২৭ ওয়াটে চার্জ করা যাবে। 

দাম

ফোন দুটির দামে তেমন একটা পার্থক্য নেই। আইফোন ১৫ প্রো ম্যাক্স ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম যুক্তরাষ্ট্রের বাজারে রাখা হচ্ছে ১১৯৯ মার্কিন ডলার। একই দামে পাওয়া যাচ্ছে স্যামসাং এস ২৩ আল্ট্রা ।

প্রযুক্তিবিষয়ক ইউটিউবারদের মধ্যেও রয়েছে মতভেদ, অনেকে স্যামসাং এস ২৩ আল্ট্রাকে আগিয়ে রাখলেও, আবার অনেকে আইফোন ১৫ প্রো ম্যাক্সকে সেরা বলছেন।

Link copied!