আইফোন ফেইল পিক্সেল ৮ এর কাছে!

শামস তারেক আজিজ

অক্টোবর ৭, ২০২৩, ০৩:৩১ এএম

আইফোন ফেইল পিক্সেল ৮ এর কাছে!

প্রথমবারের মতো কোন ফোনে যুক্ত করা হয়েছে এআই, মেশিন লার্নিং প্রযুক্তি।

পূর্ব ঘোষণা অনুসারে ৪ অক্টোবর গুগল তাদের পিক্সেল ৮ স্মার্টফোনটি বাজারে ছাড়ল। প্রথমবারের মতো কোন ফোনে যুক্ত করা হল এআই, মেশিন লার্নিং প্রযুক্তি। এছাড়া এই ফোনে থাকছে অসাধারণ সব ফিচার। 

এন্ড্রয়েডের নির্মাতা গুগল প্রতিবছরই তাদের এক বা একাধিক পিক্সেল স্মার্টফোন বাজারে এনে ব্যবহারকারীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। এবারও ব্যতিক্রম হয়নি। গুগল পিক্সেল ৮ ও ৮ প্রো মডেলের দুটি স্মার্টফোন বাজারে ছাড়ার পর খুব আলোচনা হচ্ছে এর ক্যামেরা নিয়ে। 

ফোনটিতে থাকছে বর্তমান সময়ের সেরা সব প্রযুক্তি। ফোন দুইটিতেই চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে গুগলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি টেন্সর জি-৩ প্রসেসর। গুগলের তৃতীয় প্রজন্মের এই চিপসেটে আগে থেকে আরো উন্নতর ছবি প্রক্রিয়াকরণ ও ভিডিও সম্পাদনে এআই এর মাধ্যমে বাড়তি সহায়তা করবে।

পিক্সেল ৮ ও ৮ প্রো তে থাকছে আগের মডেলগুলোর তুলনায় উন্নত ও উজ্জ্বল ‘একচ্যুয়া’ ডিসপ্লে। ফোনদুটিতে থাকছে ৪৫৭৫ ও ৫০৫০ এমএএইচ এর ব্যাটারি। ক্যামেরা সেন্সর হিসেবে উভয় মডেলেই থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সর। পাশাপাশি পিক্সেল ৮ এ থাকছে ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, অপরদিকে পিক্সেল ৮ প্রোতে থাকছে ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা ও ৪৮ মেগাপিক্সেলের ৫এক্স টেলিফটো লেন্স। এই প্রথম এতে যুক্ত হয়েছে তাপ পরিমাপক সেন্সর।

পিক্সেলের ফোনগুলো সব সময়ই সফটওয়্যারের কারণে ব্যবহারকারীদের পছন্দের তালিকায় এগিয়ে থাকে। এ বছর নতুন এন্ড্রয়েড ১৪ সহ বাজারে এসেছে ফোন দুটি। এআই এর মাধ্যমে নিমেষেই ছবি থেকে কোন কিছু বাদ কিংবা ভিডিও থেকে অনাকাঙ্খিত শব্দ সরিয়ে ফেলা যাবে।

১২ অক্টোবর থেকে দোকানে আসলেও ৪ তারিখ থেকেই প্রি অর্ডার করা যাচ্ছে নতুন এই ফোনগুলো। যুক্তরাষ্ট্রের বাজারে গুগল পিক্সেল ৮ এর দাম শুরু হবে ৬৯৯ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ হাজার টাকা। পিক্সেল ৮ প্রো এর দাম শুরু ৮৯৯ মার্কিন ডলার থেকে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লক্ষ টাকা।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে গুগল তাদের পিক্সেল সিরিজের ফোন বাজারে আনছে। 

Link copied!