কানাডার সরকারি ফোনে নিষিদ্ধ হলো ক্যাসপারস্কি ও উইচ্যাট

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১, ২০২৩, ১১:৪৭ পিএম

কানাডার সরকারি ফোনে নিষিদ্ধ হলো ক্যাসপারস্কি ও উইচ্যাট

কানাডার সকল সরকারি কর্মীদের ডিভাইসে রাশিয়ার ‘ক্যাসপারস্কি’ অ্যান্টিভাইরাস ও চীনের ‘উইচ্যাট’ মেসেজিং অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটি। এগুলোর কারণে সরকারি কর্মীদের ফোনে থাকা তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা ঝুঁকিতে পড়তে পারে সেই শঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তারা।

কানাডার ট্রেজারি বোর্ড এক বিবৃতিতে জানায়, সরকারি নেটওয়ার্কে নিরাপত্তা নিশ্চিত করতেই ক্যাসপারস্কি ও উইচ্যাট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রদান করা ফোনগুলো ডিলেটের পাশাপাশি সামনের দিনে এসব অ্যাপস ডাউনলোডের সুবিধাও ব্লক করা হবে বলে জানায় তারা।

জবাবে দেশটির এ সিদ্ধান্তে ক্যাসপারস্কি কর্তৃপক্ষ জানিয়েছে, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো প্রকার সতর্কবার্তা কিংবা এ বিষয়ে সরকারি উদ্বেগ কমানোর সুযোগ না প্রদান করেই। উইচ্যাটের প্রতিষ্ঠান টেনসেন্ট এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
গতকাল (মঙ্গলবার) নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোনো প্রকার  সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই চীনের একটি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা।

প্রসঙ্গত, এধরনের নিরাপত্তা জনিত কারণে এবছরের শুরুতে সকল সরকারি ডিভাইসে চীনা ভিডিও শেয়ারিং প্লাটফর্ম, টিকটক নিষিদ্ধ করে কানাডা।

Link copied!