শব্দ শুনেই ভিডিও বানাবে ‘সোরা’

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১২, ২০২৪, ০৩:৫১ পিএম

শব্দ শুনেই ভিডিও বানাবে ‘সোরা’

ছবি: সোরা দিয়ে তৈরি পাখির ভিডিও থেকে নেওয়া ছবি। ।

এখন ভিডিও বানাতে আর কোনো অসুবিধা নেই। হোক সে ব্লক বা রিলস, চোখের নিমিষেই ভিডিও বানিয়ে দিবে সোরা এআই টুল। বার কয়েক লাইন টেক্সট লিখেই এক মিনিটের একটা আস্ত ভিডিও বানিয়ে ফেলা যাবে এই এআইয়ের সাহায্যে।

ওপেন এআই-এর সিইও স্যাম অল্টম্যান তাঁর এক্স হ্যান্ডলে এই বিশেষ টুলটি কীভাবে কাজ করে তা দেখিয়েছেন। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সোরা একাধিক চরিত্রের সঙ্গে জটিল দৃশ্য তৈরি করতে সক্ষম। সুনির্দিষ্ট গতিতে (মোশন) এবং নিখুঁত ও বিস্তারিতভাবে চরিত্র ও পটভূমিকে তুলে ধরতে পারে এই সফটওয়্যারটি। এছাড়া , এই মডেলটি খুব গভীরভাবে ভাষা বুঝতে সক্ষম, শুধু তাই নয় আবেদনযোগ্য চরিত্র সৃষ্টিতে সাহায্য করে সোরা। একটা সিঙ্গল জেনারেটেড ভিডিওর মধ্যে সোরা অনেকগুলি শট তৈরি করতে পারে।

সেই পোস্টে তিনি লিখেছেন যে, কমেন্টে এবং ক্যাপশনের মাধ্যমে নেটিজেনরা জানাক তাঁরা ঠিক কীরকম ভিডিও চান, আর সেই চাহিদাকে মাথায় রেখেই ভিডিও বানানো শুরু করবে সোরা এআই। আর এই পোস্ট দেখে বহু অনুরাগী কমেন্টেই নানারকম টেক্সট প্রম্পট লিখে দেন এবং তাঁর থেকে যে রেজাল্ট আসে তা স্যাম অল্টম্যান পোস্ট করেন এক্স হ্যান্ডলে। সেই ভিডিও দেখে কখনও মনে হবে না যে সেটা এআই দ্বারা নির্মিত। একেবারে বাস্তবের মত।

তবে সোরা এআই-এর এত ক্ষমতা, দক্ষতা নিয়ে চিন্তিত নেটিজেনদের একাংশ। অনেকেই জানিয়েছেন এসকল কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেই যদি এমন সব ভিডিও বানিয়ে ফেলা যায়, তাহলে আরও কী কী করা সম্ভব ! সকল ব্যবহারকারীদের জন্য এখনো উন্মুক্ত হয়নি সোরা। তবে সোরা কী ধরনের ভিডিও তৈরি করতে পারে বা ভিডিও কেমন হয় এর কিছু নমুনা ভিডিও ওপেনএআই সাইটে দেয়া হয়েছে।

এই এআইটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনও কাজ চলছে। নানারকম পদ্ধতি অবলম্বন করে এর নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে কাজ করছেন কর্তৃপক্ষ। এর মাধ্যমে ভুয়া তথ্য, ঘৃণ্য কনটেন্ট যাতে ছড়িয়ে না পড়ে সেদিকেও বিশেষ নজর দেবে সংস্থাটি।

AI-এর দুনিয়ায় একের পর এক বিপ্লব চলেছে। চ্যাট জিপিটি আসার পর সারা বিশ্বের প্রযুক্তিতে বিশাল পরিবর্তন এসেছে। আমাদের প্রয়োজনীয় আনেক কাজই এখন করে দিচ্ছে এই এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কিছু বিষয়ে লিখতে বললে লিখে দেয়, অনুবাদ করতে বললে তাও করে দেয়। আর এবার ভিডিয়োও বানিয়ে দেবে এআই সোরা। আমরা এআই-কে শিখিয়ে দিচ্ছি কীভাবে চলমান বাস্তব জগতকে বুঝতে হয়, কীভাবে এই জগতের ভাষা আয়ত্ত করতে হয়, এমনটাই দাবি করেছে সোরা এআই-এর ওয়েবসাইট।

Link copied!