এক্স-এ পোস্ট করতে এখন বছরে দিতে হবে ১ ডলার

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৩, ০৫:৪১ পিএম

এক্স-এ পোস্ট করতে এখন বছরে দিতে হবে ১ ডলার

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অর্থাৎ সাবেক টুইটার ইলন মাস্ক কিনে নেওয়ার পর থেকে একের পর এক সুবিধার ওপর অর্থ আরোপ চলতে লাগলো। এবার সাধারণ ফিচারগুলো ব্যবহারের জন্যও বছরে ১ ডলার করে সাবস্ক্রিপশন ফি আরোপের উদ্যোগ নিচ্ছে ‘এক্স’। 

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, নির্ধারিত ফি ছাড়া প্ল্যাটফর্মে ঢুকে শুধু পোস্ট ও ভিডিও দেখা এবং অ্যাকাউন্ট ফলো করা যাবে। কিন্তু টুইট, রিটুইট, লাইক ও রিপ্লাই ফিচার ব্যবহার করতে দিতে হবে ফি। এই উদ্যোগ প্রথমে পরীক্ষামূলকভাবে নিউজিল্যান্ড ও ফিলিপাইনে চালু করা হয়েছে।

নতুন সাবস্ক্রিপশন মডেলটির নাম দেওয়া হয়েছে ‘নট এ বট’। বট ও স্ক্যামার থেকে প্ল্যাটফর্মকে রক্ষা করাই সাবস্ক্রিপশন মডেলের উদ্দেশ্য। একেক দেশের বিনিময় হারের ওপর ভিত্তি করে এই ফি নির্ধারণ করা হবে। কিছুদিন মডেলটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে এক্স।

টুইটার কেনার পর বট সমস্যার মুখোমুখি হয়ে প্ল্যাটফর্মটির ‘বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে’ গত জুলাই মাসে টুইট দেখা সীমিত করে দেন।

রয়টার্স এক সূত্রের বরাত দিয়ে বলেছে, এই মাসের শুরুতে সিইও লিন্ডা ইয়াক্কারিনো এক্সের ঋণদাতাদের সাথে দেখা করেন। এই সাক্ষাতের সময় তিনি বলেন, কোম্পানিটি ব্যবহারকারীর অ্যাকাউন্টে বিজ্ঞাপনের ওপর ভিত্তি করে তিন পর্যায়ের সাবস্ক্রিপশন ফি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে।

Link copied!