শীঘ্রই আসছে ওয়ানপ্লাস ১২

শামস তারেক আজিজ

নভেম্বর ২৮, ২০২৩, ০৭:৪৩ পিএম

শীঘ্রই আসছে ওয়ানপ্লাস ১২

সংগৃহীত ছবি

বিশ্বব্যাপী ফ্ল্যাগশিপ ফোন প্রস্তুতকারক হিসেবে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ওয়ানপ্লাস। যারা প্রায় প্রতিবছরই তাদের ফোন উন্মোচন করে বিশ্বের স্মার্টফোনের বাজারে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে। সোমবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ানপ্লাস তাদের নতুন ওয়ানপ্লাস ১২ সিরিজের ফোন উন্মোচন করেছে। যা নিয়ে নেটদুনিয়ায় গ্রাহকদের মাঝে চলছে তোলপাড়।

গতকাল ওয়ানপ্লাস তাদের অফিসিয়াল ইউটিউব পেইজে আসন্ন ওয়ানপ্লাস ১২ এর প্রোমো ভিডিও প্রকাশ করেছে। যাতে জানা যায় শিঘ্রই সাদা, কালো ও সবুজ এই তিনটি রঙয়ে নতুন এই ফোনটি বাজারে আসতে যাচ্ছে । যদিও অনেকে বলছেন নতুন এই ফোনটির ডিজাইন এর পূর্বসূরি ওয়ানপ্লাস ১১ মডেলের সাথে অনেকাংশে মিলে যায়। আগের মডেলের মতো এই ফোনটতেও এলার্ট স্লাইডার দেখা যাচ্ছে ভিডিওটিতে। যদিও নতুন মডেলে এটি ডান দিকের বদলে বাম দিকে দেওয়া হয়েছে।

 

ফোনটিতে নতুন ধরণের নেটওয়ার্ক অ্যান্টেনা ব্যাবহার করা হয়েছে। যা পূর্বের তুলনায় নেটওয়ার্ক কর্মক্ষমতা বাড়বে। বিভিন্ন ধরণের মোবাইল গেম স্ট্রিমিংয়ের ক্ষেত্রে পূর্বের তুলনায় স্টিমিং লেটেন্সি হ্রাস করা হয়েছে এতে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, “অভ্যন্তরীণ পরীক্ষার উপর ভিত্তি করে, এটি নির্ধারিত হয়েছে গেমিং অ্যান্টেনার জন্য সর্বোত্তম অবস্থানটি ব্যবহারকারীর তর্জনীর মধ্যে থাকে যখন ফোনটি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে রাখা হয়।”

অ্যান্টেনাগুলো ও এলার্ট স্লাইডারের অবস্থান ওয়ানপ্লাস ১১ এর তুলনায় ওয়ানপ্লাস ১২ এ পরিবর্তিত হয়েছে যাতে ব্যবহারকারীর ফোনটির অ্যান্টেনার উন্নত পারফর্মেন্স পেতে পারে।  

ইয়াহু টেক এইচকে এর এক ব্লগে, নতুন আসতে ওয়ানপ্লাস ১২ সম্পর্কে নানাধরণের তথ্য জানা যায়। এই ফোনটিতে প্রধান ক্যামেরা সেন্সর হিসেবে ব্যবহার করা হতে পরে ৫০ মেগা পিক্সেলের সনি এলওয়াইটি-৮০৮ ক্যামেরা সেন্সর। পাশাপাশি থাকতে পারে একটি ৬৪ মেগাপিক্সেলের এবং একটি 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স।  ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট। ফোনটিতে আরও থাকতে পারে ২কে (2K)  ডিসপ্লে ওয়্যারলেস চার্জিং , ইনফ্রারেড রিমোট কন্ট্রোল সেন্সরসহ নানা নতুন ফিচার।

তবে ওয়ানপ্লাস এসব ফিচার সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। আগামী সপ্তাহে এ ফোনের ফিচার সম্পর্কে বিস্তারিত জানাবে প্রতিষ্ঠানটি। এরই সাথে আগামী ১৫ ডিসেম্বর ফোনটির গ্লোবাল লঞ্চের তারিখ ঘোষণা করা হবে।

সূত্র: দ্যা ভার্জ 

Link copied!