আগামী মাসেই আসতে যাচ্ছে গ্রান্ড থেফট অটো (জিটিএ) পরবর্তী সংস্করণ অর্থাৎ জিটিএ ৬ এর ট্রেইলার। গতকাল (৮ নভেম্বর) গেমটির নির্মাতা প্রতিষ্ঠান ‘রকস্টার গেমস’ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ডিসেম্বরে আসছে জিটিএ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধ্যায়ের এই ট্রেইলার।
আগামী মাসেই ২৫ বছরে পা রাখতে যাচ্ছে বিশ্বের জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ‘ রকস্টার গেমস’। এ উপলক্ষেই ডিসেম্বরেই জিটিএ এর পরবর্তী সংস্করণ জিটিএ ৬ এর ট্রেইলার প্রকাশ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এমনটাই জানা গেছে গতকাল (৮ নভেম্বর) প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইট ও এক্স (সাবেক টুইটার নামে পরিচিত) হ্যান্ডেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ।
বিজ্ঞপ্তিটিতে রকস্টার গেমসের সিইও এবং প্রেসিডেন্ট স্যাম হাউসার জানিয়েছেন, ‘আমরা জানাতে পেরে খুবই আনন্দিত যে ডিসেম্বরের শুরুতে পরবর্তী গ্র্যান্ড থেফট অটোর প্রথম ট্রেলার প্রকাশ করবো।’
তিনি আরও জানান, ‘বিশ্বব্যাপী আমাদের গেমারয়াদের অসাধারণ সহযোগিতার জন্য ধন্যবাদ, তাদের কারণেই আমরা এমন গেম তৈরি করার সুযোগ পেয়েছি যাতে আমরা সত্যিই উৎসাহী । আমরা আপনাদের সকলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’
জিটিএ ফ্র্যাঞ্চাইজি ১৯৯৭ সালে শুরু হয় যা ২০০২ সালে জিটিএ ভাইস সিটির মাধ্যমে একটি প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তীতে জিটিএ ২, ৩, ৪, জিটিএ লিবার্টি সিটি, জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস, এবং জিটিএ ৫ গেমগুলো বিশ্বব্যাপী গেমারদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে। সর্বশেষ ২০১৩ সালে ফ্র্যাঞ্চাইজিটির জিটিএ ৫ প্রকাশিত হয়। গেমটি ১০ বছরের বেশি পুরোনো হলেও এখনো ব্যাপক জনপ্রিয়তা ধরে রেখেছে। জিটিএ ফ্র্যাঞ্চাইজিটির সর্বশেষ এই গেমটি গত দশকের অন্যতম বড় গেম ছিল যা প্লেস্টেশন ৩ এবং এক্সবক্স -৩৬০-এ প্রথম চালু হওয়ার পরে ১৮ কোটি ৫০ লক্ষের বেশি গেম কপি বিক্রি হয়েছে।
রকস্টার গেমস ২০২২ সালের প্রথমেই জানায়, জিটিএ ৬ নির্মাণের ওপর কাজ চলছে।