সালমান মুক্তাদির, ফুডআপ্পিদের টক্কর দিবে প্রথম এআই ইনফ্লুয়েন্সার মার্ভেলা?

শামস তারেক আজিজ

নভেম্বর ৯, ২০২৩, ০৪:১৮ এএম

সালমান মুক্তাদির, ফুডআপ্পিদের টক্কর দিবে প্রথম এআই ইনফ্লুয়েন্সার মার্ভেলা?

প্রায় এক হাজারের বেশি ব্যক্তির ব্যক্তিত্বের সংমিশ্রণে মার্ভেলাকে প্রোগ্রাম করা হয়েছে। সংগৃহীত ছবি

সালমান মুক্তাদির থেকে ফুডআপ্পি- বাংলাদেশের নানারকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সাথে সকলেই পরিচিত ছিলেন।কিন্তু এখন থেকে নতুন ধরনের ইনফ্লুয়েন্সার সাথে পরিচত হবেন সকলে যার বাস্তবে কোন অস্তিত্ব না থাকলেও ভার্চুয়ালিই করবেন সব ধরনের কাজ।

সাম্প্রতিককালে এআই ঝড়ে কাঁপছে বিশ্ব। সৃজনশীল কাজ বা কঠিন কোন কাজ সব কিছুই যেনো এখন নিমেষেই সম্ভব হচ্ছে এআই এর মাধ্যমে। চ্যাট জিপিটি, গুগল বার্ড, কো-পাইলটের মতো টেক্সটভিত্তিক এআই চ্যাটবটের ব্যবহার হচ্ছে বর্তমানে সর্বত্র। এমনকি মিডজার্নি, ডাল-ঈ এআই-এর মাধ্যমে বিভিন্ন সৃজনশীল ছবিও তৈরি সম্ভব। আর এই এআই দৌড়ে পিছিয়ে নেই বাংলাদেশও।

বাংলাদেশের প্রথম এআই জেনারেটেড সংবাদ উপস্থাপক ‘অপরাজিতা’র এরপর দেশের প্রথম এআই জেনারেটেড ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার ‘মার্ভেলা’র সাথে পরিচিত হলো সকলে। যাকে প্রথমবারের মতো দেখা গিয়েছে ‘মার্ভেল অব টুমরো: সিজন ৩’ অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে। ভার্চ্যুয়াল ইনফ্লুয়েন্সারটিকে তৈরি করেছে ‘দ্য ওয়াইডার কালেক্টিভ’  এবং  ‘দ্য মার্ভেল-বি ইউ’ নামক প্রতিষ্ঠানদ্বয়।

প্রায় এক হাজারের বেশি ব্যক্তির ব্যক্তিত্বের সংমিশ্রণে মার্ভেলাকে প্রোগ্রাম করা হয়েছে। মার্ভেলা একজন ২২ বছরের গ্রাফিক ডিজাইনার, যে ঘুরতে, স্কেচিং করতে ও সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভিডিও দেখতে-করতে পছন্দ করে। বাংলা-ইংরেজি মিশ্রিত ভাষায় কথা বলে মার্ভেলা।

বাস্তবের ইনফ্লুয়েন্সারের মতো নিজস্ব একটি ইনস্ট্রাগ্রাম প্রোফাইল আছে মার্ভেলার। যাতে বাংলাদেশের নানা জনপ্রিয় সেলিব্রেটির সাথে এআই জেনারেটেড ছবি পোস্ট করতে দেখা গিয়েছে।

আনুষ্ঠানিক উন্মোচনের পর থেকেই বাংলাদেশের অনেক নেটিজেনেরা দাবী করছেন মার্ভেলার সাথে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী শিরিয়া স্বরণের সাথে সাদৃশ্যতা খুঁজে পেয়েছেন।  

Link copied!