আপনার নির্দেশে চলতে আসছে ‘সাথী’

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৩, ০৭:২২ পিএম

আপনার নির্দেশে চলতে আসছে ‘সাথী’

এতদিন ফোনে সিরি বা অ্যালেক্সার সাহায্য নিয়েছেন যারা, তাদের এবার সঙ্গী হবে ‘সাথী’। ব্যবহারকারীর ভয়েস কমান্ড শুনে নির্দেশনা মেনে চলতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ‘সাথী’ অ্যাপ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

এ মাসের মধ্যেই ‘সাথী’ অ্যাপ গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাবে বলে আশা করছে সংস্থাটি।

‘সাথী’ অ্যাপ ব্যবহার করে মোবাইল এয়ারটাইমভিত্তিক সরকারি সেবার ফি পরিশোধ, স্মার্ট আর্টিকেল সংগ্রহ (চিঠি, ডকুমেন্ট, পার্সেল), স্মার্ট মোবাইল ডাকঘর এবং স্মার্ট পোস্ট বক্সের মতো স্মার্ট সেবা পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যবহারকারীর ভয়েস কমান্ড বা কণ্ঠস্বর অনুযায়ী নির্দেশ মেনে প্রয়োজনীয় তথ্য প্রদান এবং বিভিন্ন অ্যাপের কার্যক্রমের সমন্বয় করবে এই অ্যাপ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ডাক বিভাগ নাগরিকদের আরও উন্নত সেবার আওতায় আনার জন্য সমন্বিতভাবে কাজ করছে। আইসিটি বিভাগের আওতাধীন সংস্থা এটুআই এই উদ্যোগে কারিগরি সহায়তা দিচ্ছে।

Link copied!