অপেক্ষার পালা শেষ, আসছে আইফোন ১৫ সিরিজ

শামস তারেক আজিজ

সেপ্টেম্বর ১৩, ২০২৩, ১২:২০ এএম

অপেক্ষার পালা শেষ, আসছে আইফোন ১৫ সিরিজ

সংগৃহীত ছবি

আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেলের পূর্বের ঘোষণা অনুসারে আজ (১২ সেপ্টেম্বর) রাতেই ওয়ান্ডারলাস্ট নামক বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠতে যাচ্ছে তাদের এ বছরের নতুন সব প্রযুক্তি পণ্যের। অনুষ্ঠানটি আয়োজিত হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার, অ্যাপেল পার্কে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে অনুষ্ঠানটি। 

অ্যাপেল তাদের নিজস্ব ওয়েবসাইট https://www.apple.com/ , ইউটিউব চ্যানেল, এক্স (পূর্বের টুইটার) সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। প্রতি বছরের সেপ্টেম্বরেই প্রতিষ্ঠানটি তাদের নতুন ফোনসহ বিভিন্ন প্রযুক্তি পণ্য বাজারে এনে থাকে এই ‘ওয়ান্ডারলাস্ট’ ইভেন্টের মাধ্যমেই। 

এ বছর অ্যাপেল তাদের নতুন আইফোন ১৫ সিরিজের ফোন বাজারে আনতে যাচ্ছে। এ তালিকায় থাকছে নতুন প্রযুক্তিতে তৈরী A17 বায়োনিক চিপ ও আইওএস ১৭ (IOS 17)। এর পাশাপাশি এয়ারপড প্রো ২ এর নতুন মডেল, ১১তম প্রজন্মের আইপ্যাড,  অ্যাপেল ওয়াচ সিরিজ ৯ ও অ্যাপেল ওয়াচ আল্ট্রা ২ বাজারে আসার ঘোষণা আসতে পারে এই অনুষ্ঠানে। 

এ বছর আইফোনের ১৫ সিরিজের ৪টি মডেল বাজারে আসতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে গত বছরের মতো আইফোন প্রো ম্যাক্স মডেল নাকি নতুন করে আসতে যাচ্ছে আইফোন আল্ট্রা মডেল তা নিয়ে শেষ মুহূর্তেও ধোঁয়াশায় রয়েছেন ভক্তরা।  

আইফোনে এ বছর প্রথমবারের মত লাইটেনিং চার্জিং পোর্টের বদলে ব্যবহার হতে পারে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট।

Link copied!