ভুয়া কল ঠেকাতে এআই ব্যবহার করবে ট্রুকলার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২৪, ০৫:০১ পিএম

ভুয়া কল ঠেকাতে এআই ব্যবহার করবে ট্রুকলার

ভুয়া কল ঠেকাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সম্বলিত ফিচার নিয়ে আসছে ট্রুকলার। এই নতুন ফিচার মেশিন লার্নিং এবং ক্লাউড টেলিফোনিকে স্ক্রিন এবং কল শনাক্ত করতে সাহায্য করবে। পাশাপাশি ব্যবহারকারীদের অপ্রয়োজনীয় এবং সম্ভাব্য স্প্যাম কল শনাক্ত করতেও সাহায্য করবে।

নতুন এই সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের কাছে কেউ ফোন করলেই প্রেরকের পরিচয় স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। বর্তমানে শুধু নিজেদের তথ্যভান্ডারে থাকা তথ্য যাচাই করে কল করা ব্যক্তির পরিচয় জানিয়ে থাকে ট্রুকলার অ্যাপ। কিন্তু ‘ম্যাক্স’ ট্রুকলারের তথ্যভান্ডারের পাশাপাশি অনলাইনে থাকা বিভিন্ন তথ্যও পর্যালোচনা করে পরিচয় যাচাই করে জানাতে পারে। এর ফলে ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় সহজে ভুয়া কল করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য জানতে পারবেন।

ট্রুকলারের তথ্যমতে, প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড প্রিমিয়াম সংস্করণ ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হয়েছে। অর্থাৎ প্রতি মাসে অর্থের বিনিময়ে ট্রুকলার অ্যাপ ব্যবহার করলেই শুধু এ সুবিধা পাওয়া যাবে। ট্রুকলার অ্যাপের প্রিমিয়াম সংস্করণ ব্যবহারের জন্য প্রতি মাসে ১০ ডলার গুনতে হয় গ্রাহকদের।

Link copied!