চ্যাটজিপিটিতে এখন করা যাবে ভয়েস চ্যাট

শামস তারেক আজিজ

নভেম্বর ২৬, ২০২৩, ১০:৩৬ এএম

চ্যাটজিপিটিতে এখন করা যাবে ভয়েস চ্যাট

আপনি একজন এন্ড্রয়েড ব্যবহারকারী হোন কিংবা অ্যাপেল, বর্তমানে ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি, এলেক্সার সাথে টক্কর দিতে চ্যাট-জিপিটি তাদের মোবাইল অ্যাপে সংযুক্ত করলো ভয়েজ চ্যাট ফিচার। যাতে আগে থেকে আরো সহজ হবে, চ্যাট-জিপিটি ব্যবহারে নানা কাজ।  

বিগত কিছুদিন ধরে চলছে ওপেন এআইয়ের সিইও, স্যাম অল্টম্যানকে বরখাস্তের খবর নিয়ে নানা আলোচনা-সমালোচনা। এরই মাঝে নতুন ভয়েস ফিচার এনে সকলের মাঝে তাক লাগিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে টাইপ না করেই ভয়েসের সাহায্যে চ্যাটবটের সঙ্গে করা যাবে যোগাযোগ। চ্যাটবটও নিজস্ব ভয়েসের মাধ্যমে প্রশ্নের উত্তর দেবে । মূলত অ্যাপলের সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো পদ্ধতিতে কাজ করে এটি। আইওএস ও অ্যান্ড্রয়েডের গ্রাহকরা বিনা মূল্যে উপভোগ করতে পারবেন এই ফিচার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে নতুন এই ফিচারের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। পোস্টটিতে উল্লেখ করা হয়েছে, “ফিচারটি ব্যবহারের জন্য অ্যাপটি ডাউনলোড করুন এবং হেডফোনের আইকনটি চেপে চ্যাটবটের সঙ্গে আলাপ শুরু করুন।” সেখানে পোস্টের পাশাপাশি ফিচারটি সম্পর্কে একটি ভিডিও পোস্ট করা হয়।

চ্যাট উইন্ডোর নিচের দিকে ডান পাশের হেডফোন আইকোনের মাধ্যমে ফিচারটি ব্যবহার করা যাবে। আইকনে ট্যাপ করলে গ্রাহককে ‘চ্যাট উইথ ভয়েস’ নামে ফিচারটির স্ক্রিনে দেখাবে। প্রতিটি ভয়েস চ্যাট ট্র্যান্সক্রিপশন হিসেবে চ্যাট হিস্টরীতে জমা থাকবে। তবে অডিও ক্লিপ প্ল্যাটফর্মটিতে জমা থাকবে না। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ভাষাও বুঝতে পারবে। নির্ভুলভাবে ভয়েস চিহ্নিত করার জন্য সেটিংসে পছন্দের ভাষাটি নির্বাচন করতে পারবে।

চ্যাটের জন্য এতে পাঁচ ধরণের ভয়েস যুক্ত হয়েছে। যার মধ্যে ব্যবহারকারীরা যেকোন একটি নির্বাচন করতে পারবে। চ্যাটজিপিটিকে প্রথমে ডিভাইসের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দিতে হবে।

তবে অন্যান্য ফিচারের মতো বিনামূল্যের এই ফিচারের বর্তমান সময়ের বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। বর্তমানে জানুয়ারি ২০২২ পর্যন্ত তথ্য পাওয়া যাবে। পরবর্তী সময়ের তথ্য পাতে হলে চ্যাটজিপিটি প্ল্যাস সাবস্ক্রাইবার করতে হতে হবে। এ ফিচারে মূলত নতুন টেক্সট টু স্পিচ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

Link copied!