এইচডি ভিডিও পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৭, ২০২৩, ০২:৪৯ এএম

এইচডি ভিডিও পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপে আসছে এইচডি (হাই-ডেফিনেশন) ফরম্যাটে ভিডিও পাঠানোর সুবিধা। এরই মধ্যে নিজেদের অ্যান্ড্রয়েড অ্যাপের বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণের ড্রয়িং এডিটরে একটি নতুন সুবিধা যুক্ত হয়েছে। নতুন এ সুবিধায় ভিডিও আপলোড করতে গেলেই বক্সের ওপরের অংশে স্বয়ংক্রিয়ভাবে একটি এইচডি বাটন দেখা যাবে। বাটনটি নির্বাচন করলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং এইচডি কোয়ালিটি নামের আলাদা দুটি অপশন পাওয়া যাবে। এইচডি কোয়ালিটি নির্বাচন করলেই এইচডি মান বা ফরম্যাটে ভিডিও পাঠানোর সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

এইচডি অপশনে ভিডিও শেয়ার করলে আর তার কোয়ালিটি খারাপ হবে না। তবে এক্ষেত্রে ইন্টারনেট ডেটা কিছুটা বেশি খরচ হবে। নতুন ফিচারটি বর্তমানে কিছু বিটা টেস্টারদের জন্য চালু করা হয়েছে।

Link copied!