পাখি উড়িয়ে দিয়ে নতুন লোগো এলো টুইটারে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৫, ২০২৩, ১২:৪৯ এএম

পাখি উড়িয়ে দিয়ে নতুন লোগো এলো টুইটারে

ছবি: টুইটার

টুইটারের লোগো পাল্টানো নিয়ে ইলন মাস্কের ঘোষণার ২৪ ঘণ্টাও পার হয়নি। এর মধ্যেই পাখি উড়ে গিয়ে লোগোর জায়গা নিলো ইংরেজি অক্ষর ‘এক্স’। 

গত বছর ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার পর থেকেই বিভিন্ন পরিবর্তন নিয়ে আসেন ইলন মাস্ক।এবার টুইটারের লোগো পরিবর্তনের মধ্য দিয়ে কোম্পানির রিব্র্যান্ডিং শুরু করেছেন তিনি। যদিও এতে সোশ্যাল মিডিয়াটির ব্যবহারকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিপণন সংশ্লিষ্টরা।

নতুন লোগোতে নীল পাখির পরিবর্তে কালো পটভূমিতে সাদা রঙে ইংরেজি অক্ষর ‍‍‘এক্স‍‍’ ফুটিয়ে তোলা হয়েছে। টুইটে লেখেন, ‘আমরা সব ব্লু বার্ড খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলব।’ 

গত বছরের অক্টোবরে টুইটার কিনে নেওয়ার পর মূল প্রতিষ্ঠানের নাম রাখেন এক্স কর্পোরেশন। সে সময় তিনি বলেন, এটি তাঁর ‘এক্স’ কোম্পানির অধীনে থাকবে। গতকালই এক্স ডটকম ডোমেইনটি টুইটার ডটকমে রিডিরেক্ট করা হয়।

টুইটার হেডকোয়ার্টারের দেয়ালে নতুন লোগোর ছবিও পোস্ট করছেন মাস্ক। জানালেন, এক্স হিসেবেই পরিচিতি পাবে টুইটার। এমনকি এক্সডটকম ওয়েবসাইট দিয়েও টুইটারে প্রবেশ করা যাবে।

এর আগে রবিবার টুইট করে মাস্ক জানান, তিনি টুইটারের লোগো বদলাতে চান এবং ‘সব পাখিদের’ বিদেয় করতে চান। এরপর তিনি জরিপ করে টুইটারের রঙ নীল থেকে কালোতে রূপান্তরের বিষয়ে তার ফলোয়ারদের অভিমত চান।

মাস্ক অপর এক টুইট বার্তায় ইংরেজি অক্ষর ‘এক্স’ এর ছবি পোস্ট করেন। পরবর্তীতে তিনি টুইটার স্পেসের অডিও চ্যাটে নিশ্চিত করেন, টুইটারের লোগো বদলাচ্ছে।

এর একদিন পরেই বদলে গেল মাইক্রো ব্লগিং সাইট টুইটারের ব্লু বার্ড লোগো। 

এ প্রসঙ্গে টুইটারের সিইও লিন্ডা ইয়াকারিনো টুইটে লিখেছেন, ‘ “এক্স” হবে অডিও, ভিডিও, মেসেজিং, অর্থ আদান–প্রদান এবং ব্যাংকিং পরিষেবার একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম।’

ইলন মাস্ক ১৯৯৯ সালে এক্স ডটকম নামে একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করেন। এটিই পরে অনলাইনে অর্থ লেনদেনের প্রতিষ্ঠান পেপ্যাল নামে পরিচিত হয়। বিশ্বের এই শীর্ষ ধনীর বাণিজ্যিক রকেট কোম্পানি স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশনও স্পেসএক্স নামে পরিচিত। 

Link copied!