১৪৩১টি সোশ্যাল মিডিয়া লিংক সরাতে বিটিআরসিকে অনুরোধ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২৩, ০৫:৫০ এএম

১৪৩১টি সোশ্যাল মিডিয়া লিংক সরাতে বিটিআরসিকে অনুরোধ

সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ফেসবুক, টিকটক, মেসেঞ্জার, ইউটিউব ইত্যাদি নিয়মিতভাবে মনিটরিং করে ২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ১ হাজার ৪৩১টি লিংক অপসারণের জন্য বিটিআরসিকে অনুরোধ জানানো হয়েছে।
রবিবার (১১ জুন) সংসদে চট্টগ্রাম-১১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী বলেন, ১২০টি উদ্ভূত সাইবার হুমকির বিপরীতে অ্যালার্ট পাঠানো হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গৃহীত কার্যক্রমসংক্রান্ত প্রতিবেদন প্রতি মাসে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হচ্ছে।

ডিজিটাল নিরাপত্তা এজেন্সি হতে ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত সাড়ে সাত হাজার জনকে সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করা হয়েছে।

Link copied!