মার্চ ১৯, ২০২৩, ১০:০২ পিএম
রহমত উল্ল্যাহ নামে অস্ট্রেলিয়া প্রবাসী এক বাংলাদেশি প্রযোজকের বিরুদ্ধে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের করা অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেছেন, “অভিনেতা শাকিব খান একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তিনি আমাকে ফোন করে যোগাযোগ করেছিলেন।”
রবিবার (১৯ মার্চ) রাতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডিএমপির ডিবি প্রধান বলেন, “আবেদনে শাকিব দাবি করেছেন- রহমত উল্ল্যাহ কোনো প্রযোজক না। রহমত উল্ল্যাহ প্রযোজক না হয়েও মিথ্যা পরিচয় দিয়ে তার বিরুদ্ধে আজেবাজে, মিথ্যা ও প্রপাগান্ডা ছড়িয়েছেন। আমি বলেছি, আপনি লিখিত আবেদন দিয়ে যান, আমরা তদন্ত করে খতিয়ে দেখব। তদন্তে নায়ক শাকিবের করা লিখিত অভিযোগের সত্যতা মিললে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) বলেন,“শাকিব খান আমাদের কাছে দ্রুত এসেছেন এই কারণে তিনি আশঙ্কা করেছেন যে, যার বিরুদ্ধে তার অভিযোগ সেই কথিত প্রযোজক রহমত উল্ল্যাহ দেশ ছেড়ে পালাতে পারেন, এ রকম কথা তিনি নাকি শুনেছেন।”
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “আমরা বলেছি আমরা আপনার অভিযোগ তাৎক্ষণিক তদন্ত করে দেখব। বাংলাদেশে আছে কি না তাও তদন্ত করে দেখা হবে।”
প্রসঙ্গত, বুধবার (১৫ মার্চ) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহ।
অস্ট্রেলিয়ায় নির্মিতব্য সিনেমায় অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতিসাধন, চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করতে অথবা লগ্নিকৃত অর্থ ফিরিয়ে দিতে রাজি না হওয়ায় নিরুপায় হয়ে ওই অভিযোগ করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন সিনেমাটির প্রযোজক।
গতকাল শনিবার রাতে শাকিব খান ওই প্রযোজকের নামে মানহানি মামলা করতে গুলশান থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেয় পুলিশ। এসময় প্রায় দেড় ঘণ্টা থানার ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন শাকিব খান। পরে রবিবার ডিবি অফিসে ওই প্রয়োজকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন শাকিব খান।