গত সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। হাসপাতালে নেয়া হলে, চিকিৎসক ফারুকীর স্ট্রোকের কথা জানান। ফারুকীকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়। ফেসবুকে তিশা জানান এই অসুস্থতার কথা। সুস্থতা কামনা করেন দেশজুড়ে শুভানুধ্যায়ীরা ও প্রিয়জনেরা।
আরও পড়ুন: স্ট্রোক করে আইসিইউতে মোস্তফা সরওয়ার ফারুকী; দোয়া চাইলেন তিশা
কোন হাসপাতালে আছেন তিনি সেটিও নিশ্চিত না হওয়ায় কোনো আপডেটই জানতে পারছিলেন না অনেকেই। এজন্য তিশা বুধবার একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যায়; শুধু একটু ধৈর্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত, আলহাদুলিল্লাহ। কিছুদিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে ইনশা আল্লাহ। অনেকেই আমাকে ফোন এবং এসএমএস করেছেন। অনেকেরই ফোন ও এসএমএসের উত্তর দিতে পারি নাই। তার জন্য অনেক দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ এত দোয়া আর ভালোবাসার জন্য।’
এদিন তিশা গণমাধ্যমকে জানান, এখন তো কথা বলার মতো কোনো অবস্থায় নাই। এখনো সরয়ার আইসিইউতে আছে। আইসিইউতে থাকতে হবে। কত দিন থাকতে হবে আমি জানি না। কিন্তু এখন বিপদমুক্ত।’
তিশা এ সময় আরও জানান, চিকিৎসকেরা গতকাল ২৪ ঘণ্টা সময় নিয়েছিলেন, এর মধ্যে কোনো সমস্যা হয় কি না বোঝার জন্য। তিশা বলেন, ‘আপাতত ২৪ ঘণ্টা পার হয়ে গেছে। এখন আর নতুন করে কোনো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা নাই। যে কারণে চিকিৎসকেরা বলতে পারছেন আউট অব ডেঞ্জার। এখন সময়, থেরাপি সবকিছু মিলিয়ে সুস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ। সবাই দোয়া করবেন।’