আবার ব্যাটিংয়ে নেমে চাপে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৮, ২০২২, ০৩:৩৩ এএম

আবার ব্যাটিংয়ে নেমে চাপে বাংলাদেশ

অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের জাদুর পরেও ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস থেকে ১৬২ রানের লিড নিয়েছে। তারা অলআউট ২৬৫ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়েছিল। 

আবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও স্বস্তিতে নেই টাইগাররা। ২ উইকেটে ৫০ রান তুলে অ্যান্টিগায় শুক্রবার প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে তারা। এখনো তারা ১১২ রানে পিছিয়ে। নাজমুল হোসেন শান্ত ৮ ও মাহমুদুল হাসান জয় ১৮ রানে অপরাজিত আছেন। 

তামিম আগের ইনিংসে ২৯ রান করেছিলেন। তিনি এ ইনিংসে ২২ রানে আউট হন। মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে ডাউনে আনা হয়। তিনিও ২ রানে আউট হয়ে সাজঘরে ফেরত যান। ২টি উইকেটই ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফের। 

এর আগে ওয়েস্ট ইন্ডিজ বড় স্কোরের আভাস দিচ্ছিল। কিন্তু মিরাজের জন্য সেটা তারা পারেনি। মিরাজ ৫৯ রান দিয়ে ৪ উইকেট নেন। আর ২টি করে উইকেট খালিদ ও এবাদতের।

ওয়েস্ট ইন্ডিজের ব্ল্যাকউড ৬৩, অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ৯৪ ও বোনার ৩৩ রান করেন। উল্লেখ্য, ২ টেস্টের সিরিজ এটি। আর এ সিরিজের নাম রাখা হয়েছে পদ্মা ব্রিজ ফ্রেন্ডশিপ সিরিজ। 

 

Link copied!