ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের দায়িত্বে বেন স্টোকস

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৮, ২০২২, ১১:২৮ পিএম

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের দায়িত্বে বেন স্টোকস

ইংল্যান্ড ক্রিকেট দলের টেস্টের ক্যাপটেন হিসেবে দায়িত্ব নিয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। অধিনায়কের দায়িত্ব পেয়ে উচ্ছাসিত স্টোকস বলেন, ‘‘নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। তবে এটা আমার জন্য বড় ধরণের সুযোগ। চলতি মৌসুম থেকেই দায়িত্ব পালন শুরু করবো।” অধিনায়কের দায়িত্ব পালনের যোগ্য হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে ডেসিং রুমে পূর্বসূচি রুটের অবদানের কথা তুলে ধরেন স্টোকস। তিনি বলেন, ‘রুট সবসময়ই আমার জীবনে একজন বড় ধরণের প্রভাবকের ভূমিকা রেখেছেন।’

জো রুটের স্থলাভিষিক্ত হওয়া স্টোকস ব্রিটিশ ক্রিকেটের টেস্ট দলের ৮১তম অধিনায়ক। গত ১৭টি টেস্ট মাচে মাত্র ১টিতে জয় পাওয়া ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নিলেন তিনি। জো রুট ছুটিতে থাকার সময়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটি টেস্টে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে স্টোকসের। গত ৫টি সিরিজে কোন জয় নেই ইংল্যান্ড দলের, যা দেশটির ক্রিকেট ইতিহাসে একটি রেকর্ড।

 

এর আগে জো রুট ৫ বছর ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক ছিলেন। সম্প্রতি টেস্ট ক্রিকেটে আশানুরুপ সাফল্য না পাওয়ায় জো রুটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন দেখা দেয়।    

Link copied!