চোট পেয়ে টেস্ট সিরিজের বাইরে রোহিত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২১, ০৩:৩৮ পিএম

চোট পেয়ে টেস্ট সিরিজের বাইরে রোহিত

 

দক্ষিণ আফ্রিকা সফরে রওনা হওয়ার আগে জোর ধাক্কা। চোটের জন্য তিন টেস্টের সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ‘রবিবার মুম্বইয়ে ট্রেনিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রোহিত। যার ফলে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না তিনি। তাঁর জায়গায় দলে এসেছেন প্রিয়াঙ্ক পাঞ্চাল।’ ভারত ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে খেলে আসা পাঞ্চালকে মুম্বইয়ের হোটেলে দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সফরে চোখ রেখে সপ্তাহখানেক ধরেই মুম্বইয়ে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করছিলেন রোহিত। বোর্ড সূত্রের খবর, বান্দ্রা কুরলা কমপ্লেক্সে নেটে ব্যাট করার সময় দলের বিশেষজ্ঞ থ্রোয়ার রঘুবেন্দ্রর ছোড়া বলে আঘাত পান তিনি। রবিবার বিসিসিআই টিভিকে সাক্ষাৎকার দেওয়ার সময়ও তাঁর চোখেমুখে ধরা পড়েছিল যন্ত্রণার ছাপ। সোমবার হয় মেডিক্যাল টেস্ট। আর তাতেই ধরা পড়ে চোট রীতিমতো গুরুতর। বিকেল থেকে শুরু হয় জল্পনা। সন্ধ্যা সওয়া সাতটায় বোর্ডের বিবৃতিতে সিলমোহর পড়ে তাঁর ছিটকে যাওয়ার খবরে। কিছুদিন আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্রাম নিয়েছিলেন রোহিত। এবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজেও তাঁকে পাবে না টিম ইন্ডিয়া, যা বিরাট কোহলির দলের টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে বড় আঘাত। চলতি বছরে রোহিতই ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারী।

দু’বছর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার টেস্টে ওপেন করেন তিনি। সেই থেকে ১৬ টেস্টে ৫৮.৪৮ গড়ে করেছেন ১,৪৬২ রান। রয়েছে পাঁচটি শতরানও। সেপ্টেম্বরে দ্য ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। ওই টেস্টের সেরাও হন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত টেস্ট দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন রোহিত। তিনি ছিটকে যাওয়ায় বিরাট কোহলির ডেপুটি কে হবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তাছাড়া, তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে তাঁর নেতৃত্বেই নামার কথা ভারতের। সেই সিরিজের আগে কি সুস্থ হয়ে উঠতে পারবেন হিটম্যান? এই প্রসঙ্গে চুপ থেকেছে বোর্ড। ১৯ জানুয়ারি রয়েছে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ। ফলে হাতে রয়েছে পাঁচ সপ্তাহ। তাই ওই সিরিজেও মুম্বইকরের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

Link copied!