জয়-লিটনের ব‍্যাটে চমৎকার সেশন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২২, ০৪:৫৯ পিএম

জয়-লিটনের ব‍্যাটে চমৎকার সেশন

দিনের শুরুতেই উইকেট হারালেও চাপে ভেঙে পড়েনি বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের রেকর্ড গড়া ইনিংস ও ভাগ্যকে পাশে পাওয়া লিটন দাসের ব্যাটে শেষ পর্যন্ত তৃতীয় দিনের প্রথম সেশনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।৩০ ওভারে তাসকিন আহমেদকে হারিয়ে ৮৫ রান যোগ করেছে সফরকারীরা।লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের রান ৫ উইকেটে ১৮৩। এখনও ১৮৪ রানে পিছিয়ে মুমিনুল হকের দল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস খেলা মাহমুদুল হাসান জয় খেলছেন ৮০ রানে। তার ২৩০ রানের লড়াকু ইনিংস গড়া আট চার ও এক ছক্কায়। এই ইনিংস খেলার পথে ছাড়িযে গেছেন মাউন্ট মঙ্গানুইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে খেলা ৭৮ রানকে।

দুইবার জীবন পাওয়া লিটন ৬ চারে ৯০ বলে ৪১ রানে ব‍্যাট করছেন।  ১৬ রানে লিজাড উইলিয়ামসের বলে স্লিপে ডিন এলগারকে ক্যাচ দেন এই কিপার-ব্যাটসম্যান পরে ৩৯ রানে সাইমন হার্মারের বলে লেগ স্লিপে ভিয়ান মুল্ডারকে ক‍্যাচ দিয়ে আবার বাঁচেন তিনি।

এক প্রান্তে বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ পরীক্ষায় ফেলছেন দুই ডানহাতি ব্যাটসম্যানকে। অন্য প্রান্তে আগের দিনের মতো ততটা প্রভাব ফেলতে পারছেন না হার্মার। দ্বিতীয় দিন চার উইকেট নেওয়া অফ স্পিনারের বলে সুযোগ পেলেই বাউন্ডারি মারছেন জয় ও লিটন। এই দুই ব্যাটসম্যানকে ফেরানোর মরিয়া চেষ্টায় দুটি রিভিউও হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

১৬৯ বলে দুই জনের জুটির রান এখন ৮২

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে বাংলাদেশের এর চেয়ে বড় জুটি আছে কেবল একটি। ২০০২ সালে পচেফস্ট্রুমে দ্বিতীয় উইকেটে হাবিবুল বাশার ও হান্নান সরকার গড়েছিলেন ৮৪ রানের জুটি।

সব মিলিয়ে প্রোটিয়াদের বিপক্ষে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সেরা জুটিকে স্পর্শ করেছেন লিটন ও জয়। ২০১৫ সালে চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসানের সঙ্গে লিটন গড়েছিলেন ৮২ রানের জুটি।

দ্বিতীয় সেশনে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে দ্বিতীয় নতুন বল। আর একবার ওভার পরই নতুন বল নিতে পারবেন ডিন এলগার।

 

Link copied!