তামিমের সেরা মিরাজ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৯, ২০২২, ১২:৩৭ পিএম

তামিমের সেরা মিরাজ

সেঞ্চুরিয়নে অসাধারণ জয় পেয়েছে বাংলাদেশের ছেলেরা। তবে দক্ষিণ আফ্রিকা ভাল লড়াই করেছে। মিরাজ অসাধারণ বোলিং করে প্রোটিয়াদের তরী ডুবিয়ে দেন। অবশ্য সাকিব ব্যাটিং ভাল করায় ম্যাচসেরা হন। তামিমের কাছে মনে হয়েছে মিরাজ ও হতে পারতো। 

মিরাজ যখন বোলিংয়ে আসেন তখন ক্রিজে ব্যাট হাতে জাকিয়ে বসছেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলার। তার সঙ্গে আছেন থিতু হয়ে যাওয়া ভ্যান ডুসেন। নিজের প্রথম স্পেলে মিরাজ মার খেলেন বেশ। প্রথম স্পেলের ৪ ওভারেই ৩৮ রান দিয়ে বসেন।

এরপর তার হাতে আর বল দিতে সাহস করলেন না অধিনায়ক তামিম। কিন্তু মিরাজ নিজের ওপর ভরসা রাখেন শতভাগ। আত্মবিশ্বাসী মিরাজ তাই আবার ফিরলেন বোলিংয়ে। দ্বিতীয় স্পেলে ৫ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের লেজটা গুটিয়ে দিলেন মিরাজ। তবে সবচেয়ে দরকারি কাজটা করেছেন ভয়ংকর হতে থাকা কিলার মিলারকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে দক্ষিণ আফ্রিকার জয়ের শেষ আশাটুকুও শেষ করে দিয়ে। তাইতো তামিমের চোখে ম্যান অব দ্য ম্যাচ মেহেদী মিরাজ।

তামিম ইকবাল নিজের দলের এই অফ স্পিনারের আজকের কীর্তি নিয়ে বলেন, ‘আমি মনে করি, সব দলে মিরাজের মতো চরিত্রের প্রয়োজন আছে। কারণ প্রথম ৪ ওভারে ৪০ রান দেওয়ার পর সে আমার কাছে এসে বলে, আমাকে বল দিন, আমি খেলা বদলে দেব, আমি খেলা বদলে দেব। সে খুবই আত্মবিশ্বাসী ছিল। এটি অধিনায়কের কাজ সহজ করে দেয়, যখন আপনার খেলোয়াড়রা নিজেদের ওপর আত্মবিশ্বাসী থাকে। আমার মতে, সেও আমার ম্যান অব দ্য ম্যাচ।’

Link copied!