নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে পারবেন যেভাবে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৩, ০৩:২৯ পিএম

নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে পারবেন যেভাবে

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। শনিবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টায় উদ্বোধনী ম্যাচে বেনোনির উইলোমুর পার্কে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ। ২৯ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে ৪১ ম্যাচের এই বৈশ্বিক আসর। 

আন্তর্জাতিক চ্যানেলগুলোকে সম্প্রচারসত্ত্ব দিয়েছে আইসিসির গ্লোবাল পার্টনার স্টার স্পোর্টস। অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস ও স্কাই স্পোর্ট, নিউজিল্যান্ডে স্কাই স্পোর্ট সরাসরি সম্প্রচার করবে এই বিশ্বকাপ। 

পাকিস্তানে খেলা দেখা যাবে পিটিভি ও এআরওয়াই জ্যাপে । ভারতীয়রা ফ্যানকোডে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ম্যাচ দেখতে পারবেন উইলো টিভি ও ইএসপিএন প্লাসে। 

মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় (মেনা) খেলা সম্প্রচার করবে ইতিসালাত ও স্টার্জপ্লে। মালয়েশিয়ায় অ্যাস্ট্রো এবং সাব সাহারান আফ্রিকায় ম্যাচ সম্প্রচার করবে সুপারস্পোর্ট। 

বাংলাদেশের কোনো টিভি চ্যানেল এই টুর্নামেন্টটি প্রচার করবে না। নিরাশ হওয়ারও কারণ নেই! সব খেলা সরাসরি সম্প্রচার করবে অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল। যেখানেই থাকুন অনলাইনে সরাসরি দেখতে পারবেন খেলাগুলো।

Link copied!