বাংলাদেশকে হতাশ করলেন কনওয়ে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১, ২০২২, ১১:৫২ এএম

বাংলাদেশকে হতাশ করলেন কনওয়ে

নতুন বছরের শুরুটা বাংলাদেশের আরো ভাল হতে পারতো। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সেটা হয়নি মূলত ডেভন কনওয়ের সেঞ্চুরির জন্য। প্রথম টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করেছে। নিকোলস এখন ৩২ রানে উইকেটে অপরাজিত রয়েছেন। কাল রাচিন তার সঙ্গে যোগ দেবেন। দিনের শেষ বলে আউট হন টম ব্ল্যান্ডেল (১১)। 

ডেভন কনওয়ের বছরটি দারুণ হয়েছে। ২২৭ বলে ১২২ রানে ইনিংস খেলেছেন। বছরের শুরুতেই সেঞ্চুরি। এছাড়া বিদায়ী রস টেলর ৩১ ও উইল ইয়ং ৫২ রান করেছেন। শরিফুল ২টি উইকেট পান। অপর দুটি উইকেট এবাদত ও মুমিনুলের। মুমিনুল স্পিন দিয়ে আউট করেছেন কনওয়েকে। আর ইয়ং হয়েছেন রান আউট। 

এর আগে টস জিতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ঝকঝকে আকাশ। চমৎকার আবহাওয়ায় আগে ফিল্ডিং নেওয়ায় অবাক হওয়ার মত ব্যাপার। মুমিনুল হক কন্ডিশনের কথা ভেবেই এমনটা করেছেন।

২ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হলো আজ। পিচে যথেষ্ট ঘাস রয়েছে। বাংলাদেশের বোলাররা কি করেন সেটাই দেখার বিষয় ছিল। 

বাংলাদেশের বোলাররা শুরুটা ভাল করেছিল। অধিনায়ক টম লাথাম ১ রানে করে কট বিহাইন্ড হন শরিফুল ইসলামের বলে। এরপর নিউজিল্যান্ড নিজেদের সামলে নিয়েছে। লাঞ্চে নিউজিল্যান্ড ১ উইকেটে ৬৬ রান তোলে। উইকেটে সেসময় অপরাজিত ছিলেন ইয়ং ২৭ ও কনওয়ে ৩৬ রানে। 

লাঞ্চের পর রাজত্ব করতে থাকে এ দুজন। কনওয়ে ও ইয়ং ১৩৮ রানের জুটি উপহার দেন দ্বিতীয় উইকেটে। ইয়ং ৫২ রানে রান আউট হন। রস টেলর নামেন ব্যাটিংয়ে। ২ টেস্টের সিরিজটি তার লাল বলে শেষ। টেস্ট আর খেলবেন না। চা বিরতিতে নিউজিল্যান্ড গেল ২ উইকেটে ১৪৭ রানে। কনওয়ে তখন ৮৮ ও টেলর ৪ রানে অপরাজিত ছিলেন। 

নিউজিল্যান্ড একাদশ : টম লাথাম (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকলস, টম ব্লানডেল (উইকেটরক্ষক), রাচিন রবিন্দ্র, কাইল জেমিসন, টিস সাউদি, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট। 

বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম।

Link copied!