মার্চ ২১, ২০২৪, ০৫:৫৩ পিএম
বিশ্বকাপ বাছাইয়ে বিপক্ষে প্রথম লেগের ম্যাচ খেলতে আজ রাত সাড়ে বারোটায় ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। কুয়েত সিটির জাবের আল আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
বিগত কয়েক ম্যাচের মত আজও ৪-৪-২ ফর্মেশনে খেলবে বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে তপু বর্মণ ফিরলেও সেরা একাদশে জায়গা হারিয়েছেন আনিসুর রহমান জিকো। তার অনুপস্থিতিতে গোলবার সামলানো মিতুল মারমার ওপরই ভরসা রেখেছে হাভিয়ের কাবরেরা।
তবে সেরা একাদশে ফিরেছেন তপু বর্মণ। সেন্টার ব্যাক পজিশনে তার সঙ্গে দেখা যাবে বিশ্বনাথ ঘোষকে। লেফটব্যাকে থাকবে ইসা ফয়সাল এবং রাইট ব্যাকে সাদ উদ্দিন। ডিফেন্সিভ মিডে থাকবেন মোহাম্মদ হৃদয়, তার সামনে সোহেল রানা ও মুজিবর রহমান জনি এবং জামাল ভুইয়া। আর আক্রমণভাগে রাকিব হোসেনের সঙ্গে ফয়সাল আহমেদ ফাহিম।
একাদশ:
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণ: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন ও ইসা ফয়সাল।
মধ্যমাঠ: মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সোহেল রানা (জুনিয়র) ও জামাল ভুঁইয়া।
আক্রমণ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।