বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে দলের মধ্যে অন্যরকম এক ‘আবহ ও শক্তি’ দেখতে পাচ্ছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়।
চার বছর আগে নিউজিল্যান্ড শেষ চারের লড়াইয়ে ভারতকে ১৮ রানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছিল। বৃষ্টির কারনে ম্যাচটি রিজার্ভ ডে পর্যন্ত গড়িয়েছিল। আর ঐ পরাজয়ে ভারতের ১৯৮৩ সালে ইংল্যান্ডে ও ২০১১ সালে ঘরের মাঠের বিশ্বকাপের পর তৃতীয় শিরোপা জয়ের পথে আরো কিছুটা বিলম্ব হয়। ম্যানচেস্টারে ২০১৯ সালের সেমিফাইনালে খেলেছেন ভারতীয় বর্তমান দলের পাঁচ খেলোয়াড় রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, জাসপ্রিত বুমরাহ ও রবিন্দ্র জাদেজা।
গতকাল রোববার নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়ে গ্রুপ পর্বে নয় ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট পর্বে উন্নীত হয়েছে স্বাগতিক ভারত। কাল ম্যাচ শেষে দ্রাবিড় বলেছেন, ‘যখন সবকিছু ঠিকভাবে চলে তখন সবই ভাল থাকে। কিন্তু একটি পরাজয় সবকিছু পাল্টে দেয়। শেষ পর্যন্ত কি হয় কিছুই বলা যায়না। অবশ্যই এটি সেমিফাইনাল ম্যাচ। আমি মনে করি প্রতি ম্যাচে আমরা যা করেছি তার থেকে খুব বেশী কিছু পরিবর্তনের প্রয়োজন আছে। তবে বাড়তি একটি চাপ তো থাকবেই। যদিও গ্রুপ পর্বের ম্যাচগুলোতে আমরা সেই চাপ সামলে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছি। এই দলের মধ্যে আলাদা একটি আবহ ও শক্তি আমি দেখতে পাচ্ছি।’
স্টার স্পোর্টসকে দ্রাবিড় বলেন, ‘আমি মনে করি আমাদের মিডল অর্ডার দুর্দান্ত খেলছে। অবশ্যই টপ অর্ডারই তাদের পথ দেখাচ্ছে। কোহলি ও শর্মা পুরো টুর্ণামেন্টে নিজেদের প্রমান করেছে। তারা যেভাবে ব্যাটিং দিয়ে দলকে সহযোগিতা করে চলেছে সেটা দেখে শ্রেয়াস, কে এল এমনকি জাদেজা ও সুর্যকুমার যাদবও অনুপ্রানীত হচ্ছে। আশা করছি সেমিফাইনালেও এই ধারা বজায় থাকবে।’