মিরপুরের পিচকে ডিমেরিট পয়েন্ট দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৩, ০১:২৫ পিএম

মিরপুরের পিচকে ডিমেরিট পয়েন্ট দিল আইসিসি

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটিতে নিউজিল্যান্ড জিতে যায়। বৃষ্টির জন্য একদিন নষ্টও হয়। কিন্তু স্পিনবান্ধব এই পিচ ‘অসন্তোষজনক’ আইসিসির কাছে। ফলে ১ ডিমেরিট পয়েন্ট দিয়েছে তারা। 

আগামী পাঁচ বছরের জন্যে থাকবে এই ডিমেরিট পয়েন্ট। এর মধ্যে ৬টি ডিমেরিট পয়েন্ট পেলে হোম অব ক্রিকেটে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে নিষেধাজ্ঞা আসবে।

আইসিসির কাছে নিজের প্রতিবেদন জমা দেন ম্যাচ রেফারি ডেভিড বুন। এতে তিনি জানান, আউটফিল্ড বেশ ভালো ছিল, বৃষ্টির পরও দারুণ। তবে মনে হয়েছে পিচ হয়তো ঠিকঠাক প্রস্তুত নয়। 

বুন আরও বলেছেন, প্রথম সেশন থেকে পুরোটা ম্যাচেই বাউন্স অসম ছিল, অনেক বল পিচ থেকে লাফিয়ে উঠেছে। সামনে গিয়ে খেলতে থাকা ব্যাটসম্যানের কাঁধের ওপর উঠেছে স্পিনারদের বল, এরপর মাঝে মাঝে বেশ নিচুও হয়েছে।

Link copied!