নভেম্বর ১৮, ২০২৩, ০৬:৫৪ পিএম
ক্রিকেট বিশ্বকাপে ৫ বার কেউ শিরোপা জেতেনি। সর্বোচ্চ দুবার ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। অস্ট্রেলিয়া সবার ওপরে অবস্থান করছে। ভারত আজ আহমেদাবাদে জিতলে ৩ বিশ্বকাপ জেতা প্রথম দল হবে। ওদিকে ফুটবলে ব্রাজিল ৫ বারের চ্যাম্পিয়ন। জার্সির রঙে বেশ মিলও আছে। দুটো দলের মূল জার্সির রঙ হলুদ। ব্রাজিল ২০০২ সালে সর্বশেষ পঞ্চম ফুটবল বিশ্বকাপ জেতে। এরপর আর হেক্সা মিশন সফল হয়নি। অস্ট্রেলিয়ার সেটা হতে পারে এবার।
ভারত ২০১১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আগের বিশ্বকাপটি জিতেছে। আবার তাদের সামনে সুযোগ। এদিকে অস্ট্রেলিয়া ২০১৫ সালেই শিরোপা জেতে।
রোহিত শর্মার টিম ইন্ডিয়া ১ লাখ ৩০ হাজার সমর্থকের সামনে ১০ বছরের শিরোপা খরা কাটাতে উন্মুখ হয়ে আছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে খেলা হচ্ছে। রোমাঞ্চ তো রয়েছেই।
১৯৮৩ ও ২০১১ সালের পর তৃতীয় শিরোপা জয়ের পথে টানা ১০ ম্যাচে দাপটের সাথে জয়ী হয়েছে ভারত। ঘরের মাঠে সুবিধাকে পরিপূর্ণ ভাবে কাজে লাগিয়ে ফাইনালে অন্যতম ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে।
ক্রিকেট পাগল দেশ হিসেবে পরিচিত ভারত ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোন বৈশ্বিক টুর্নামেন্টে শিরোপা জিততে পারেনি। যে কারনেই কালকের ফাইনালটি অন্যরকম এক আমেজ এনে দিয়েছে ভারতীয়দের সামনে। কিন্তু প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও ছেড়ে দেবার দল নয়। প্রথম দুই ম্যাচে হার দিয়ে বিশ^কাপ শুরু করার পর অস্ট্রেলিয়াকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। রেকর্ড অষ্টম বিশ^কাপ ফাইনালে খেলতে আসা দলটির মধ্যে ভিন্ন কিছু যে অবশ্যই রয়েছে তা ইতোমধ্যেই প্রমানিত।