চেন্নাইয়ে শুরুতে গোলমেলে ব্যাটিং করেছে বাংলাদেশ। ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে বসে তারা। সাকিব ও মুশফিক দলীয় ১৫২ পর্যন্ত নিয়ে যান। সাকিব ফেরেন ৫১ বলে ৪০ রান করে। এরপর ছোটখাট সব চেষ্টায় বাংলাদেশ লড়াই করার মত পুঁজি গড়তে পারেনি। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের স্কোর ২৪৫ রান ৯ উইকেটে।
মুশফিক টিকে ছিলেন। মুশফিক ৭৫ বলে ৬৬ রানে আউট হন। মুশফিক আবার ফিফটি করলেন। আর সেটা দলের প্রয়োজনের সময়ে
বাংলাদেশ এ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে জিতেছে। কিন্তু হেরেছে ইংল্যান্ডের কাছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলছে তারা।
লিটন দাস জন্মদিনে হতাশ করেছেন। শূন্য রানে ফিরেছেন তিনি। এছাড়া তানজিদ হাসান ১৬, মিরাজ ৩০ ও শান্ত ফেরেন ৭ রানে।
তাসকিন ২টি ছক্কা মেরে বিনোদন দেন। ১৭ রানে তিনি আউট। তাওহিদ হৃদয় ২৫ বলে ১৩ করে ফিরেছেন। বেশ কষ্ট করতে হয়েছে তাকে।
মাহমুদউল্লাহ রিয়াদ একটা ভদ্র স্কোরে নিয়ে যেতে চেষ্টা করেন। রিয়াদ ৪৯ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন। ২টি চার ও ২টি ছক্কা মেরেছেন।