সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৫:৫২ এএম
মঙ্গলবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দল দেবেন মিনহাজুল আবেদিন নান্নু। তামিম ইকবাল চোটমুক্ত নন পুরোপুরি। এটা নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পর জানান। বিশ্বকাপে তিনি পুরো সার্ভিস দিতে পারবেন না। এদিকে সাকিব আল হাসান এ ব্যাপারে কোনো কিছু বলেননি। তিনি অধিনায়ক এই বিশ্বকাপে।
ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, তামিম যেহেতু একটু অসুবিধা বোধ করছেন। তাই ব্যাকআপ রাখতে বলেছেন। তবে ব্যাকআপ রয়েছে।
তামিম ইকবালের ব্যাকআপ ওপেনার রয়েছে। তানজিদ হাসান তামিম বিশ্বকাপ দলে থাকবেন। আর তামিম পুরোপুরি সেরে ওঠেননি। তারপরেও তাকে ছাড়া বিশ্বকাপ দল সম্ভব নয়। সব মিলিয়ে বিপাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মঙ্গলবার বিশ্বকাপের দল দেবে ক্রিকেট বোর্ড। আর সময় নেই। বুধবার বিশ্বকাপ খেলতে ভারত যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে প্রস্তুতি ম্যাচ আছে। আর বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। ৭ অক্টোবর বাংলাদেশের খেলা আফগানিস্তানের সঙ্গে।
এখন তামিম পুরো ফিট নন। এমন পরিস্থিতিতে তাকে দলের সাথে নিয়ে যাওয়াটা ঝুঁকিপূর্ণ হবে। তারপরেও তিনি বিশ্বকাপ টিমে থাকবেন।