অস্ট্রেলিয়া ও ভারত মুখোমুখি

ফাইনালে বৃষ্টি এলে যা হবে

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৩, ০১:৫৬ পিএম

ফাইনালে বৃষ্টি এলে যা হবে

অস্ট্রেলিয়া ও ভারত বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে। এই ফাইনালের রিজার্ভ ডে রয়েছে। রবিবার যদি বৃষ্টির জন্য ফাইনাল না হয় তো সোমবার গড়াবে। 

নিয়ম অনুযায়ী এক দিনের ম্যাচ হওয়ার জন্য দু’দলকেই কমপক্ষে ২০ ওভার করে খেলতে হবে। তা সম্ভব না হলেই খেলা গড়াবে সোমবারে।

আবার টানা ২ দিন বৃষ্টি হলে যদি ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল শেষ করা সম্ভব না হয় তা হলে বিশ্বকাপ তুলে দেওয়া হবে রোহিত শর্মার হাতে। লিগ পর্বে সব দল সবার সঙ্গে খেলেছে।  ভারত লিগ পর্বের সব ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে ছিল। অন্য দিকে প্যাট কামিন্সের দল ৭টি ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে ছিল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। সেই ফলাফলের ভিত্তিতেই তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জিতবে ভারত।

Link copied!